প্রধানমন্ত্রীর অভিনন্দন অনুষ্ঠানে লিটনের মামলা প্রত্যাহারের দাবি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): জাতিসংঘে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ অ্যাওয়ার্ড ও আইসিটি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর সমাবেশে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানালো উপজেলা আওয়ামী লীগ।
সোমবার বিকালে বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
শিশুকে গুলি করার ঘটনায় বিএনপি-জামায়াত ফায়দা নিতে চাচ্ছে বলে সমাবেশে অভিযোগ করেন বক্তারা। “এমপির বিরুদ্ধে ষরযন্ত্র আমরা রুখবোই”- এমন স্লোগান তুলেন নেতা-কর্মীরা।
অথচ এর আগে এমপি লিটনের বিরুদ্ধে নানা বক্তব্য দেন আওয়ামী লীগ নেতারা। তাঁর নানা অপকর্মের কথা তুলে ধরে প্রতিবাদও জানিয়েছিলেন তারা। এমপি লিটনের অপসারণও দাবি করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা জানিয়েছিলেন, এমপি লিটনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছেন।
তবে আজকের সমাবেশে আগের সেই বক্তব্যের ছাপ পাওয়া যায়নি। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি- জাহাঙ্গীর আলম মঞ্জু।
বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, প্রচার সম্পাদক একেএমএ হাবীব সরকার, কৃষকলীগ সভাপতি আতাউর রহমান মাস্টার, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নায়েক আলী খান মিন্টু, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ প্রমুখ।
উল্লেখ্য, স্কুল ছাত্র সৌরভকে গুলি করে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় সাংসদ লিটন জামিন চেয়ে হাই কোর্টে দাখিলকৃত আবেদন শুনানীর দিনক্ষণ ছিল সোমবার বেলা ১টায়।
বিচারপতি এনায়েততুর রহিম ও বিচারপতি ভীক্ষদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ তার জামিন নামঞ্জুর করে ১৮ অক্টোবরের মধ্যে তাকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন