প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা শনিবার
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে আগামী শনিবার দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দাঁড়িয়ে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
নিউ ইর্য়ক সফরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুরস্কার পাওয়ায় দেশবাসীর পক্ষে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।
গত রোববার জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) আইসিটিএস ইন সাসটেনেইবল ডেভলোপমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের জনগণের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। এ ছাড়া তাদের সিদ্ধান্ত হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কর্মসূচি শেষ করে আগামী ৩ অক্টোবর দুপুর দেড়টায় যখন দেশে ফিরবেন, তখন তাকে বাংলার জনগণের পক্ষে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুইপাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দেওয়া হবে।
‘সেদিন লাখো জনতা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীকে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে অভিনন্দিত করবে।’
কর্মসূচি সফল করার লক্ষ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদকমণ্ডলীর কয়েকজন সদস্যকেও বিভিন্ন কার্য সম্পাদনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে সংবর্ধিত করার জন্য ঢাকাবাসীসহ ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ৩ অক্টোবর যেন তারা বেলা ১২টার পরে হযরত শাহজালাল (রা.) আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুইপাশে দাঁড়িয়ে সংবর্ধনা জানায়।
সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আগামীকাল বুধবার সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী, ভাতৃপ্রতীম সংগঠন এবং ঢাকার দলীয় সংসদ সদস্যদের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিকেলে ৪টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান সিরাজ, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফরিদুরনাহার লাইলী, ফজিলাতুন নেসা ইন্দিরা, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
জাবি ছাত্রদলের পুনর্মিলনীতে দুই গ্রুপের বাগ্বিতণ্ডা, ককটেল উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদলের সাবেক-বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে দুই গ্রুপেরবিস্তারিত পড়ুন
ফখরুল: ফ্যাসিবাদের ফেরার সম্ভাবনা বাড়ছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হলেওবিস্তারিত পড়ুন
বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছোঁড়ারবিস্তারিত পড়ুন