শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা শনিবার

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে আগামী শনিবার দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দাঁড়িয়ে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিউ ইর্য়ক সফরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুরস্কার পাওয়ায় দেশবাসীর পক্ষে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

গত রোববার জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) আইসিটিএস ইন সাসটেনেইবল ডেভলোপমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের জনগণের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। এ ছাড়া তাদের সিদ্ধান্ত হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কর্মসূচি শেষ করে আগামী ৩ অক্টোবর দুপুর দেড়টায় যখন দেশে ফিরবেন, তখন তাকে বাংলার জনগণের পক্ষে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুইপাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দেওয়া হবে।

‘সেদিন লাখো জনতা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীকে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে অভিনন্দিত করবে।’

কর্মসূচি সফল করার লক্ষ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদকমণ্ডলীর কয়েকজন সদস্যকেও বিভিন্ন কার্য সম্পাদনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে সংবর্ধিত করার জন্য ঢাকাবাসীসহ ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ৩ অক্টোবর যেন তারা বেলা ১২টার পরে হযরত শাহজালাল (রা.) আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুইপাশে দাঁড়িয়ে সংবর্ধনা জানায়।

সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আগামীকাল বুধবার সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী, ভাতৃপ্রতীম সংগঠন এবং ঢাকার দলীয় সংসদ সদস্যদের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিকেলে ৪টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান সিরাজ, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফরিদুরনাহার লাইলী, ফজিলাতুন নেসা ইন্দিরা, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ