প্রধানমন্ত্রীর জনসভা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) সোমবার বিকাল ৩টায় জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছে।
সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এই তেজদৃপ্ত ঘোষণাই ছিলো প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ভিত্তি।
জনসভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুধু রাজধানীর মহানগরই নয়, ঢাকার আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীদের সোহরাওয়ার্দীর জনসভায় যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনসভায় ব্যাপক জনসমাগম করার জন্য গত এক সপ্তাহ ধরে দলের সর্বস্তরের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিয়নের নেতাদের সর্বোচ্চ জমায়েত নিয়ে জনসভায় আসার নির্দেশনা দেয়া হয়েছে। পুরো জনসভা মনিটরিংয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতারা রবিবার বিকালে জনসভাস্থল পরিদর্শন করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ রবিবার এক বর্ধিত সভার আয়োজন করে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় জনসভা সর্বকালের সর্ববৃহত্ করার জন্য নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে নেতৃবৃন্দ বলেন, ৭ই মার্চের জনসভায় সর্বকালের রেকর্ড ভাঙতে চাই। এটা হবে সর্বকালের সর্ববৃহত্ জনসভা।
তিনি বলেন, ৭ই মার্চ না হলে আজকে আমরা এই জায়গায় থাকতে পারতাম না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জনসভা সফল করতে সংগঠনের সব শাখাসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। সুত্রে-ইত্তেফাক
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন