রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর বক্তব্য জিঘাংসার বহিঃপ্রকাশ: রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা যেন জিঘাংসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একসংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী ও দলের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, নির্বাচনী প্রচারে বাধা এবং প্রাণনাশের হুমকির ঘটনা তুলে ধরতেই এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বিএনপির দুই শীর্ষ পদে খালেদা জিয়া ও তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে গত সোমবার ঢাকায় ৭ মার্চের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিএনপির নির্বাচিত দুজনই আসামি। একজন এতিমের টাকা চুরি করার মামলার আসামি, আরেকজন তো ২১ আগস্ট মামলার পলাতক আসামি, তার নাম ইন্টারপোলে ওয়ান্টেড তালিকায় আছে।

রুহুল কবির রিজভী বলেন, এটি গর্হিত, অনভিপ্রেত ও সভ্য রাজনীতিচর্চার জন্য চরম লজ্জার। তিনি আরও বলেন, এটা নতুন কিছু নয়। কটূক্তি, পেশি প্রদর্শন আর উগ্রচণ্ডা আওয়ামী সংস্কৃতিরই অংশ।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় পিরোজপুরের নাজিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শামসুল হক নিহত হয়েছেন। তিনি নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলার শিকার হন। হামলায় আরও সাত-আটজন হয়েছেন। এর মধ্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এলাকায় ভয়াল পরিস্থিতি বিরাজ করছে। তিনি জানান, ৭ মার্চ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুর রাজ্জাক হাওলাদার ও দলের কর্মী মো. আবদুর রাজ্জাককে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। সদর উপজেলার টোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী হাওলাদারকে গত মঙ্গলবার দুইটার দিকে পুলিশ ধরে নিয়ে যায়। রাতে নির্যাতন করে পুলিশ তাঁর হাত ভেঙে দিয়েছে।

এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন, রাঙ্গাবালী ইউনিয়ন, চরমন্তাজ ইউনিয়ন, খুলনার দিঘলিয়া থানার সেনহাটি ইউনিয়ন, ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে। মামলা দিয়ে হয়রানি করছে। এ ছাড়া ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন পৌর এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। বিএনপি প্রার্থীর সমর্থক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের লোকজন হুমকি দিচ্ছে।
রিজভী দাবি করেন, নির্বাচন কমিশন সরকারের অপরাধের সহযোগী হিসেবে কাজ করছে। তারা ইউপি নির্বাচনে ছিনতাই করা বিজয়কে বৈধতার সনদ দিচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল