প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রকাশের অভিযোগে মামলা!
প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রকাশের অভিযোগে মেহেরপুরের গাংনী থানায় একটি মামলা করেছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। এতে আসামি করা হয়েছে ইসলাম জহিরুল নামের এক ব্যক্তিকে।
গতকাল মঙ্গলবার রাতে তথ্যপ্রযুক্তি আইনে ওয়াসিম সাজ্জাদ মামলাটি করেন। এ বিষয়ে তিনি জানান, ১৭ আগস্ট দুপুরে তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তিনি উল্লেখ করেন, ‘আমার খুব কাছের ছোট ভাই কল্যাণপুর গ্রামের ইস্রাফিল ও তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর বাড়িতে কিছু সময়।’
ওয়াসিম সাজ্জাদ জানান, ওই ছবিতে কয়েকজন লাইক দেন এবং মন্তব্য (কমেন্টস) করেন। এদের মধ্যে ইসলাম জহিরুল নামের একটি ফেসবুক আইডি থেকে ওই ছবির কমেন্টস অপশনে প্রধানমন্ত্রীর একটি বিকৃত ছবি পোস্ট করা হয়। তাতে লেখা হয় ‘ফর ইউ’। ছবিটি নজরে পড়লে তিনি (ওয়াসিম) পোস্টকারীর পরিচয় শনাক্তের চেষ্টা করেন। কিন্তু তা পুরোপুরি সম্ভব হয়নি।
ওয়াসিম সাজ্জাদ লিখন আরো জানান, ছবি পোস্টকারী ইসলাম জহিরুল একজন ঘৃণিত মানুষ। ওই ছবি পোস্টের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করে চরম অপরাধ করেছেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাই তিনি তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন জানান, ইসলাম জহিরুল চরম খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর কঠোর থেকে কঠোরতর শাস্তির জন্য পুলিশের যা যা করা দরকার, তা-ই করা হচ্ছে। ওয়াসিম সাজ্জাদ লিখনের মামলাটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় নথিভুক্ত করা হয়েছে।
ওসি বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহযোগিতায় ইসলাম জহিরুলের পরিচয় শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। অপরাধ প্রমাণিত হলে ইসলাম জহিরুলের সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন