প্রধানমন্ত্রীর ভারত সফরে ‘পরমাণু চুক্তি’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের মধ্যে একটি অসামরিক পরমাণু চুক্তি সই হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার। তাদের তথ্য মতে এই চুক্তির মাধ্যমে তৃতীয় দেশ হিসেবে ভারত এবং রাশিয়ার মধ্যে পরমাণু কর্মকাণ্ডে অংশ নিতে পারবে ঢাকা।
আগামী ৭ এপ্রিল চার দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। এই সফরে তিস্তার পানিবণ্টন বা কথিত সামরিক চুক্তি নিয়েই এখন পর্যন্ত আলোচনা হচ্ছে বেশি। এসব বিষয়ে এখন পর্যন্ত কিছু খোলাসা করেনি বাংলাদেশ বা ভারত সরকার। তবে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রায়ই এ বিষয়ে সংবাদ প্রকাশ হচ্ছে এবং এগুলো নিয়েই বাংলাদেশে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো কথা বলছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, কুড়ানকুলামে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে যে পরমাণু চুল্লি বসানো হয়েছে, তার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে চায় ঢাকা।
বাংলাদেশ সরকারের একজন সদস্যের সঙ্গেও কথা বলেছে আনন্দবাজার। তবে তার নাম প্রকাশ করা হয়নি। তার বক্তব্যটি ছিল এমন- ‘পরমাণু ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। কুড়ানকুলাম থেকে প্রশিক্ষণ নিতে পারলে, বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক ভাবে তা লাভজনক হবে। ভাষাগত সমস্যাও থাকবে না।’
আনন্দবাজার লিখেছে, ‘এর জন্য পৃথক করে ভারত-রাশিয়া-বাংলাদেশের কোনও ত্রিপাক্ষিক চুক্তি করার প্রয়োজন নেই। কারণ ২০১৪ সালেই ভারতের সঙ্গে রাশিয়ার পরমাণু শক্তির কৌশলগত ব্যবহার সংক্রান্ত একটি নির্দিষ্ট চুক্তি হয়ে গিয়েছে। সেই চুক্তির ফলে ভারত এবং রাশিয়া তাদের যৌথ প্রকল্পে যে কোনও তৃতীয় দেশের কাছে থেকে কাঁচামাল আমদানি, প্রযুক্তি এবং পরিষেবা রপ্তানি করতে পারে।’
বাংলাদেশের উত্তরের জেলা পাবনায় পরমাণু চুল্লি বসিয়ে বিদ্যুৎকেন্দ্র করতে চাইছে সরকার। এ জন্য রাশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়েছে ২০১০ সালে।
আনন্দবাজার লিখেছে, ‘সাউথ ব্লক মনে করছে, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে বাংলাদেশকে পাশে পেলে পরমাণু ক্ষেত্রে লাভবানই হবে ভারত। কূটনৈতিক অক্ষটিও আরও মজবুত হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের পাশেই রয়েছে মস্কো। শেখ হাসিনার সরকারের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক যথেষ্ট ভাল।’
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন