‘প্রধানমন্ত্রীর সমাবেশের ফটোশপ করা ছবি পাঠানো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়’
বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার পত্রিকার বৃহ:স্পতিবারের প্রিন্ট সংস্করণে সমাবেশের একটি বড় ছবি ছাপা হয়েছে। ছবিটির নিখুঁত পর্যালোচনা করে দেখানো হয়েছে তিনজন ব্যক্তির মুখের ছবি দুইবার করে রয়েছে পাশাপাশি। অন্য এক ব্যক্তির হাত দেখা গেলেও মাথা নেই। এছাড়া পিছনে দুইটি গাছের সাথে বাধা একটা ব্যানারে অসামঞ্জস্য দেখা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে ছবিটি সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) থেকে সমাবেশ শেষে রাতে বিভিন্ন মিডিয়ায় সরবরাহ করা হয়।
ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরি বিবিসি কে বলেছেন “সরকারি একটি প্রতিষ্ঠান থেকে এ ধরণের ছবি দেয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়া হয়েছে। এ ধরণের কাজ কোন ভাবেই গ্রহণযোগ্য নয়”।
তিনি বলছিলেন এ ধরণের বিব্রতকর অবস্থা যাতে ভবিষ্যতে সৃষ্টি না হয় সেজন্য তাদেরকে সর্তক থাকতে বলা হবে।
পত্রিকাতে বলা হয়েছে সেদিনকার সমাবেশে মানুষের জমায়েত ছিল অনেক, তারপরেও এই ধরণের ফটোশপের প্রয়োজন কেন হলো সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আবার সরকারি প্রতিষ্ঠান থেকে ফটোশপ করা একটি ছবি মিডিয়াতে সরবরাহ করার ফলে পিআইডির পরবর্তী কোন ছবির ব্যাপারে বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে অনেকে মনে করছেন।
সূত্রঃ বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন