‘প্রধানমন্ত্রীর সমাবেশের ফটোশপ করা ছবি পাঠানো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়’

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার পত্রিকার বৃহ:স্পতিবারের প্রিন্ট সংস্করণে সমাবেশের একটি বড় ছবি ছাপা হয়েছে। ছবিটির নিখুঁত পর্যালোচনা করে দেখানো হয়েছে তিনজন ব্যক্তির মুখের ছবি দুইবার করে রয়েছে পাশাপাশি। অন্য এক ব্যক্তির হাত দেখা গেলেও মাথা নেই। এছাড়া পিছনে দুইটি গাছের সাথে বাধা একটা ব্যানারে অসামঞ্জস্য দেখা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে ছবিটি সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) থেকে সমাবেশ শেষে রাতে বিভিন্ন মিডিয়ায় সরবরাহ করা হয়।
ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরি বিবিসি কে বলেছেন “সরকারি একটি প্রতিষ্ঠান থেকে এ ধরণের ছবি দেয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়া হয়েছে। এ ধরণের কাজ কোন ভাবেই গ্রহণযোগ্য নয়”।
তিনি বলছিলেন এ ধরণের বিব্রতকর অবস্থা যাতে ভবিষ্যতে সৃষ্টি না হয় সেজন্য তাদেরকে সর্তক থাকতে বলা হবে।
পত্রিকাতে বলা হয়েছে সেদিনকার সমাবেশে মানুষের জমায়েত ছিল অনেক, তারপরেও এই ধরণের ফটোশপের প্রয়োজন কেন হলো সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আবার সরকারি প্রতিষ্ঠান থেকে ফটোশপ করা একটি ছবি মিডিয়াতে সরবরাহ করার ফলে পিআইডির পরবর্তী কোন ছবির ব্যাপারে বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে অনেকে মনে করছেন।
সূত্রঃ বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন