পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজের উদ্বোধন
প্রধানমন্ত্রী আসছেন, প্রস্তুত মুন্সীগঞ্জ
দেশের দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২৩ জেলার লাখ লাখ মানুষের স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হচ্ছে। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া খানবাড়ী এলাকায় এই কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া সকাল ১০টায় পদ্মার অপর প্রান্তে সেতুর জাজিরা পয়েন্টে নদী শাসন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসব উদ্বোধন শেষে বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাওয়া চৌরাস্তাসংলগ্ন খানবাড়ী এলাকায় বিশাল জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত প্রশাসন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে গোটা এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
এ উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকা থেকে শুরু করে মাওয়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ এলাকা সেজেছে বড় আকারের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন আর তোরণে। মহাসড়কের পাশে লাগানো হয়েছে বর্ণিল পতাকা। জনসভা মঞ্চের চারদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। দক্ষিণ-পশ্চিমবঙ্গের সব মানুষের পাশাপাশি মুন্সীগঞ্জবাসী এখন অপেক্ষা করছে কখন আসবেন প্রধানমন্ত্রী, আর কখন উদ্বোধন করা হবে পদ্মাসেতু বাস্তবায়নের স্বপ্নের আরো একটি ধাপ।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন