প্রধানমন্ত্রী টাইগারদের আমন্ত্রণ জানাবেন
ক্রীড়া ডেস্ক, আমাদের কন্ঠস্বর:-প্রধানমন্ত্রীর ডাক পাচ্ছেন ক্রিকেট টিমের সদস্যরা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুবাদে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে শিগগিরই প্রধানমন্ত্রী টাইগারদের আমন্ত্রণ জানাবেন। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন ইঙ্গিত দিলেন সংসদ নেতা শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট নিয়ে একসময় আমাদের অনেকে তুচ্ছতাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা এই কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘আমার খুব আশা ছিল, ক্রিকেট দলের ছেলেদের হাতে ট্রফিটা নিজে তুলে দেব। কিন্তু একটু অসুস্থ থাকায় মাঠে যেতে পারিনি। তবে খুব শিগগিরই আমরা তাদের ডাকব এবং সিরিজ জয়ের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানাব। উল্লেখ্য, বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন