প্রধানমন্ত্রী পর্যন্ত যারা যায় তারাই দালাল: ফারুখ

‘প্রধানমন্ত্রী পর্যন্ত যারা যায় তারাই দালাল। তারাই আমাদের নিয়ে বাণিজ্য করতে চায়।’
নার্সদের অবস্থান কর্মসূচির নবম দিনে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুখ হোসেন।
ফারুখ বলেন, ‘প্রধানমন্ত্রী পর্যন্ত যারা যায় তারাই দালাল। তারাই আমাদের নিয়ে বাণিজ্য করতে চায়। তারাই উনাকে (প্রধানমন্ত্রীকে) ভুল বুঝায়। আমরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখব, আমাদের বিশ্বাস তিনিই আমাদের দাবি বাস্তবায়ন করবেন।’
তিনি বলেন, ‘আমাদের নিয়ে কোনো একটা গ্রুপ খেলছে। আমি টক শোতে বলেছি, আমার নেত্রী (প্রধানমন্ত্রী) যদি জানেন ব্যাচ ভিত্তিক নিয়োগের দাবিতে নার্সরা প্রেসক্লাবে সামনে অবস্থান করছে, তাহলে তিনি বলবেন, তাদের রাস্তা থেকে উঠিয়ে দাও, তাদের দাবি বাস্তবায়ন করে দাও। কিন্তু দুঃখজনক হল যে, একজন ‘পলিটিক্যাল লিডার’ তৈরি হয়নি যে, তারা নার্সদের পক্ষে গিয়ে কথা বলবে। যদি থাকত তাহলে আমাদের এই ‘ম্যাসেজ’ প্রধানমন্ত্রীর কাছে যেত।’
ফারুখ হোসেন বলেন, আমরা নয় দিন ধরে প্রেসক্লাবের সামনে আছি। প্রধানমন্ত্রীর আশেপাশের আমলারা একথা তাকে জানায়নি। এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।
একটি কুচিক্র মহলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই গরমের মধ্যে অবস্থান করছি। আর ওদিকে একটি কুচক্রি মহল এসি ঘরে বসে আমাদের বিরুদ্ধে ‘প্ল্যানিং’ করছে।’
আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে নার্স সংগঠনের এই নেতা বলেন, পুলিশ আমাদের নির্যাতন করেছে। আমাদের গ্রেফতার করেছে। ভেবেছিল আমাদের আন্দোলন বন্ধ হয়ে যাবে। কিন্তু না সেই রাতেই আমাদের আন্দোলন আবার শুরু হয়েছে। আজও অব্যাহত রয়েছে।
নার্সদের নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে লাভ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রেসক্লাব চত্তর যেভাবে দখলে আছে সেভাবেই দখলে থাকবে।
আগামীকাল সংহতি সমাবেশে সবাইকে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘যদি কেউ আন্দোলন করতে গিয়ে মারা যায়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায় নিতে হবে।
এ সময় প্রেসক্লাবের সামনে অন্তত তিন শতাধিক নার্সকে বসে কর্মসূচি পালন করতে দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন