বিমানের জরুরি অবতরণ
প্রধানমন্ত্রী ভালো আছেন : মেনন

হাঙ্গেরিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটিকে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করতে হয়েছে। তবে প্রধানমন্ত্রী সুস্থ আছেন। তাঁর ৯৯ জন সফরসঙ্গী ও বিমানটির ক্রু-কর্মকতারাও ভালো আছেন।
এই মাএ এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
পানি সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে হাঙ্গেরির বুদাপেস্টের যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্দেশে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গিদের বহনকারি বিমানটির স্থানীয় সময় বেলা ১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে) বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে পথে যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি।
রাশেদ খান মেনন জানান, বিমানটির একটি ইঞ্জিনের ফুয়েল প্রেসার কমে যাচ্ছিল, নিয়ম অনুসারে এ ধরনের যান্ত্রিক ত্রুটি হলে বিমানকে জরুরি অবতরণ করতে হয়। সেকারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। সেখান থেকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট প্রধানমন্ত্রীকে বুদাপেস্ট পৌঁছে দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন