প্রধানমন্ত্রী ১৮ সেতু উদ্বোধন করবেন কাল
পটুয়াখালী-কুয়াকাটা সড়কে নবনির্মিত শেখ কামাল ও শেখ জামাল সেতুসহ সিলেট অঞ্চলের ১৬টি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতুর উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসেরের সই করা এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ জামাল ও শেখ কামাল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এর আগে উদ্বোধন হয়েছে শেখ রাসেল সেতু। শেখ জামাল সেতুর দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা।একই সড়কে নির্মিত শেখ কামাল সেতুর দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার। এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা।
ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ১৬টি সেতুর নির্মাণকাজ শেষ করা হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কে ১১টি এবং সিলেট-জকিগঞ্জ সড়কে পাঁচটি সেতু।১৬টি সেতুর নির্মাণ ব্যয় ২৬৮ কোটি টাকা। সিলেট-সুনামগঞ্জ সড়কে সেতুগুলোর মধ্যে গোবিন্দগঞ্জ, জাতুয়া, বাউস, চেচাং, রাউলি, আহছানমারা, মনবেগ ইত্যাদি উল্লেখযোগ্য। সিলেট-জকিগঞ্জ সড়কে সেতুগুলো হচ্ছে কাকুরা, কোনাগ্রাম, পরচক, সাতপরি, সাজাতপুর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, শেখ কামাল ও শেখ জামাল সেতু নির্মাণের ফলে নতুন নতুন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মিত হওয়ার পাশাপাশি একটি পরিপূর্ণ পর্যটন শহর হিসেবে কুয়াকাটা গড়ে উঠবে। বঙ্গোপসাগরের বিশাল মৎস্য সম্পদ আহরণ ও বাজারজাতকরণ সহজ, ব্যয় ও সময়-সাশ্রয়ী হবে। বেগবান হবে অনগ্রসর এক জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ড।
এ ছাড়া বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী নামক স্থানে পায়রা নদীর ওপর ১৪৭০ মিটার দীর্ঘ পায়রা সেতুর নির্মাণকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। পদ্মা সেতুর নির্মাণকাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এ দুটি সেতুর নির্মাণকাজ সমাপ্ত হলে পর্যটন শহর কুয়াকাটার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা হবে আরো নিরাপদ ও নিরবচ্ছিন্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন