প্রধান বিচারপতির সঙ্গে একমত : ব্যারিস্টার খোকন
অবসরে যাওয়ার পর রায় লেখা অসাংবিধানিক বলে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে ব্যারিস্টার খোকন এ কথা বলেন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি নেতা বলেন, ‘সরকার বাকশাল কায়েম করতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে। অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনজীবীরা সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেছেন, প্রধান বিচারপতিকে নির্দেশনা দিয়ে বক্তব্যের জন্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তাঁর (সুরঞ্জিত) বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিচার বিভাগ কারা নিয়ন্ত্রণ করছে।
খোকন বলেন, আইন মন্ত্রণালয়কে ব্যবহার করে সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। বিচার বিভাগ স্বাধীন হলে নিম্ন আদালতের কোনো বিচারক এ মামলা গ্রহণ ও সমন জারি করতেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে আদালত অঙ্গনকে সরকার নিয়ন্ত্রণ করছে।
প্রতিবাদ সভায় খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, দেশে গণতন্ত্র হত্যা, বোমাবাজি, রাজপথ মানুষের রক্তে রঞ্জিত করার জন্য সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দায়ী। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মোটা অঙ্কের টাকা এবং অবসরে যাওয়ার পরও আইন কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য গণতন্ত্রকে হত্যা করে রায় দিয়েছেন।
প্রতিবাদ সভায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবেদ রেজা, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। প্রতিবাদ সমাবেশের আগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল বের করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন