প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন তিন বছরের জন্য

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তার স্ত্রী অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। তিন বছরের জন্য তারা অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়া দূতাবাসে গিয়ে পাঁচ বছরের ভিসার জন্য আবেদন করেন প্রধান বিচারপতি সিনহা। বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের তিন বছরের ভিসা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই স্ত্রী সুষমা সিনহাকে নিয়ে অস্ট্রেলিয়ায় বড় মেয়ে সূচনা সিনহার কাছে যাবেন তিনি।
এদিকে প্রধান বিচারপতির সঙ্গে সরকার ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা একের পর সাক্ষাৎ করছেন। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিন ও আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী প্রধান বিচারপতি সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে আইমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমিও জিজ্ঞেস করিনি, উনিও এ বিষয়ে কোনো কথা বলেননি।
বিদেশ যাওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, তিনি তো এর আগে বহুবার অস্ট্রেলিয়া, কানাডায় গেছেন। আমার জানামতে, তার এক মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন এবং এক মেয়ে কানাডায় থাকেন। এসব দেশে এর আগেও উনি গেছেন। এখন উনি যাবেন কী যাবেন না- সেটা সম্পূর্ণ ওনার নিজস্ব বিষয়। কাজেই এগুলো নিয়ে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি না করাই ভালো।
গত ২ অক্টোবর একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সুরেন্দ্র কুমার সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। তিনিই বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।
২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এই হিসেবে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি প্রধান বিচারপতির পদে থাকতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন