‘প্রধান বিচারপতি তার বাসভবনে আছেন’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় আছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে দিক নির্দেশনা চেয়ে মৌখিক আবেদন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি নিশ্চিত আছি, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসভবনে আছেন। আমরা সব রকমের খোঁজ নিয়েছি এবং এ বিষয়ে সচেতন আছি।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এ জে মোহাম্মদ আলী প্রমুখ এ আবেদন জানান।
গতকাল বুধবার প্রধান বিচারপতি সঙ্গে সাক্ষাৎ চাওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ওই সিদ্ধান্ত অনুযায়ী আজ তারা আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে আবেদন জানান।
গত সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির আবেদন করেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিন রাতেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে। তিনিই বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অভিযোগ করে আসছে প্রচণ্ড চাপে তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে। সমিতির পক্ষ থেকে দেখা করতে তার বাসভবনে যাওয়া হলেও তাদেরকে যেতে দেয়া হয়নি। এ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে তারা দুই দফা বৈঠক করেছে। আজ বিকাল ৪টায় আবারও বৈঠক আছে আইনজীবী সমিতির।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন