প্রধান শিক্ষকের আঘাতে দশম শ্রেণীর ছাত্রী গুরুতর আহত
শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর খাঁ পাড়া দাখিল মাদ্রাসার সুপার আনোয়ারুল হক এর বিরুদ্ধে ছাত্রী প্রহারের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় এ প্রহারের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাহমুদপুর গ্রামের শাহ আলম খান এর মেয়ে তাসলিমা আক্তার (১৫) খাঁ পাড়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। তিনি প্রতিদিনের মতো আজও মাদরাসায় গিয়েছিলেন। দুপুর সাড়ে ১২ টার সময় মাদ্রাসার সুপার আনোয়ারুল হক দশম শ্রেণীর ক্লাস নিতে আসেন। ক্লাস চলাকালীন সময় ছাত্রী তাসলিমা আক্তারকে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তর দিতে না পারায় তাকে বেত দিয়ে মাথায় প্রহার করা হয়। বেতের প্রহারের কারণে ছাত্রী তাসলিমা অজ্ঞান হয়ে পরে। জরুরী ভাবে তাকে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাসলিমার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে তাসলিমা আক্তারের পিতা শাহ আলম খাঁ বলেন, খাঁ পাড়া দাখিল মাদরাসার সুপার আনোয়ারুল হক প্রায়ই ছাত্রীদেরকে মারধর করেন। আমার মেয়েটাকে যেভাবে মেরেছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিনা। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার আনোয়ারুল হক এর সাথে আলাপ কালে তিনি বলেন, ক্লাসে ছাত্রীরা হৈ চৈ করতে ছিল আমি একটা মেয়েকে পিটান দিতে গিয়ে ওর মাথায় লেগে যায়। আমি ইচ্ছাকৃত ভাবে ওকে প্রহার করতে চাইনি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আমি ব্যাপারটি জানিনা। তবে কেউ যদি আমাদের কাছে সহযোগীতা নিতে আশে তাহলে আমরা পূর্ণ সহযোগীতা করব।
জেলা মাধ্যমিক শিক্ষা আফিসার নলিনী কুমার বলেন, আমি ব্যাপারটি জানিনা। আমি থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি খোঁজ নেওয়ার জন্য বলেছি। যদি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে তাহলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন