প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ..!

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের নন-এমপিওভুক্ত কুর্শা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম নাসির উদ্দিন। ভিকটিম অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
শিক্ষক কর্তৃক যৌন হয়রানীর ঘটনাটি অত্র এলাকায় রীতিমত প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছেন।
জানা যায়, ২৫ মে গ্রীষ্মকালীন ছুটি চলাকালে অভিযুক্ত প্রধান শিক্ষক ওই ছাত্রীকে গাইড বই দেবার কথা বলে সকালে প্রাইভেট ব্যাচ পড়ানোর আগে স্কুলে আসতে বলে। শিক্ষকের কথামত সরল বিশ্বাসে ছাত্রীটি যথাসময়ে স্কুলে এলে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে অফিস কক্ষে নিয়ে যৌন হয়রানীর চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছাত্রীটি বড় অঘটনের হাত থেকে রক্ষা পায়।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি নোংড়া রাজনীতির শিকার। আমি ঘটনার দিন সকালে বিদ্যালয়ের ওয়ালে পানি দিচ্ছিলাম। এসময় ছাত্রীটি আমার কাছ থেকে গাইড বই চাইলে আমি বলি রুমে আছে নিয়ে যাও। তখন ছাত্রীটি রুমে বই পাচ্ছে না বললে আমি পানি দেয়া বন্ধ রেখে রুমে ঢুকে গাইড বইটি দিতে যাই। ঢোকামাত্র এলাকার কয়েকজন অফিস কক্ষে ঢুকে পড়েই আমার নামে বদনাম ছড়ায়। এ ব্যাপারে মিরপুর থানার ওসি তদন্ত ও সেকেন্ড অফিসারের সঙ্গে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, বিষয়টি এখনো আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন