প্রবাসের বুকে ‘এক খণ্ড নোয়াখালী’
টিম নোয়াখালীর উদ্যোগে সিঙ্গাপুরে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীবাসীর পুনর্মিলনী ২০১৬ অনুষ্ঠিত হলো ইস্ট কোস্ট পার্কের সমুদ্র সৈকতের মনোরম লোকেশনে। শনিবার সকাল থেকেই ছিল ঝিরি ঝিরি বৃষ্টি। দেশি লোকদের সঙ্গে সময় কাটাতে সিঙ্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে দীপাবলীর ছুটিতে সবাই একত্রিত হন বৃষ্টি উপেক্ষা করে। এগারটার পর শুরু হয় খেলাধুলা।
ছোট শিশুরা প্রবাসের যান্ত্রিক জীবনে নানা খেলার আয়োজনে হয় আত্মহারা। মার্বেল, দৌড়, বিস্কুট দৌড়, যুবকরা খেলে ফুটবল, একটার পর মধ্যাহ্ন ভোজন। আড্ডা গানে ছিল ব্যস্ত সময়। ছিল কৌতুক নকশার বিনোদন। নানা রকম পুরস্কার তুলে দেয়া হয় অংশগ্রহণকারীদের হাতে।
খাবারের স্পন্সরে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জনি।
ভিকটোরিয়া, সিঙ্গাপুর-বাংলাদেশ- সিঙ্গাপুর এয়ার টিকেট স্পন্সর মি. রহমান, প্রাণ পানীয় শাহদাত, পেনহুরুর শাহিনুর ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী বাবলু স্যামসাং ট্যাব, বিকন একজিম ওয়ার্ল্ড থেকে খেলোয়াড়দের গেঞ্জি স্পনসর করেছেন জনাব মোক্তার। ফারুক ও মোজাম্মেল দিয়েছেন অন্যান্য গিফট আইটেম। ভিডিও, ফোটোগ্রাফিতে ছিল ইউটিউব, ফেসবুক ভিডিও শো বাবর আলী টিম।
মূল আয়োজক ছিলেন পরিচিত মুখ মুস্তাফিজ বিল্লাহ সিরাজী, মোহাম্মদ শাজাহান, মৃণাল। আয়োজকদের মধ্যে আরও ছিলেন কচি, সাইফুল, জাবের, জহির, ইউসুফ, আনোয়ার, রুবেল, মিলন, আজিজ, ফয়সাল, শাহাদাৎ, সাইফুল প্রমুখ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লাকি ড্র। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন প্রবাসের বুকে এক খণ্ড নোয়াখালী, আঞ্চলিকতা, নিজস্ব ভাষা আর সংস্কৃতির মাঝে একটি দিন পার করে হাসিমুখে আগামী বছর আবার দেখা হবার প্রত্যয়ে ইস্ট কোস্ট ফাঁকা করে আসেন, বিদায় জানায় মালয় সাগরের মৃদু গর্জন।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন