প্রবাসে নারী কর্মীদের উপর নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা

প্রবাসে বাংলাদেশি নারী কর্মীদের ওপর যৌন হয়রানি ও নির্যাতন বৃদ্ধির খবর তথ্যভিত্তিক ও সঠিক নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
রোববার বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে কামাল আহমেদ মজুমদারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রবাসে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, এ খবর তথ্যভিত্তিক নয়। তবে বিচ্ছিন্ন কিছু নির্যাতনের ঘটনার খবর পাওয়া যায়। এ ধরনের খবর পাওয়া মাত্রই দূতাবাস নারী কর্মীদের উদ্ধার করে সব ধরনের আইনি সহায়তা দেয়। পাশাপাশি তাদের নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য ন্যায্য পাওনা আদায় করে থাকে।’
বিপদগ্রস্ত নারী গৃহকর্মীদের দূতাবাস কর্র্তৃক সাময়িক আশ্রয় দেওয়ারও ব্যবস্থা করা হয় বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরো জানান, কোনো গৃহকর্মী নিয়োগকর্তার অধীনে কাজ করতে অনীহা প্রকাশ করলে তার ইচ্ছা অনুযায়ী অন্যত্র কাজের ব্যবস্থাও করা হয়। অথবা তারা স্বেচ্ছায় দেশে ফেরত যেতে চাইলে দেশে পাঠানোর ব্যবস্থাও করা হয়।
প্রশ্নকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, মমতাজ বেগম নামে এক নারী কর্মী গত ২৪ মে আবুধাবিতে ১৪ তলা থেকে পড়ে মারা যান। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হয়। আবুধাবি পুলিশ ও ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী, মৃত মমতাজের শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি।
এ সময় মন্ত্রী অভিবাসী নারী কর্মীদের নিরাপত্তার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরবে বিভিন্ন বাড়িতে কর্মরত নারী শ্রমিকদের যৌন হয়রানির কথা সঠিক নয়। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন