শনিবার, আগস্ট ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘প্রবীণদের অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, ‘প্রবীণদের সব অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের ক্লাসরুমে এক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. কামরুল হাসান খান বলেন, ‘গড় আয়ু বেড়ে যাওয়ার কারণে প্রবীণদের সংখ্যা দিন দিন বাড়ছে। সন্তানরা যাতে তাদের বৃদ্ধ মা-বাবার দায়িত্ব নিতে বাধ্য থাকেন, প্রয়োজনে আইন করে হলেও তা নিশ্চিত করতে হবে।’

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রবীণদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত চিকিৎসা সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন)।

স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম। বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেন জেরিয়াট্রিক মেডিসিন উইংয়ের প্রধান অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার। ‘আমাদের পথচলা’ শীর্ষক প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তানভীর ইসলাম।

বৈজ্ঞানিক সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের সামনে থেকে ‘প্রবীণদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক স্লোগান নিয়ে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, প্রবীণদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রবীণদের প্রতি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিক। প্রবীণদের জন্য বরাদ্দকৃত চিকিৎসা ভাতা বাড়ানো উচিত। প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। যানবাহনে প্রবীণদের জন্য সংরক্ষিত আসন থাকা আবশ্যক।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন) বলেন, প্রবীণদের অবহেলা করা যাবে না। প্রবীণদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা