প্রবীর মিত্রের সাথে জুটি বাঁধছেন রুবিনা

চলচ্চিত্রে আবারও মূল চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। তাঁর বিপরীতে অভিনয় করছেন নায়িকা নিঝুম রুবিনা। ‘অসমাপ্ত প্রেমের গল্প’ শিরোনামে এই ছবি পরিচালনা করছেন রাহুল রওশন। গানের শুটিং দিয়ে গতকাল শুক্রবার থেকে গাজীপুরের পুবাইলে ছবির শুটিং শুরু হয়।
এ বিষয়ে পরিচালক রাহুল রওশন বলেন, ‘প্রবীর মিত্র স্যারের সাথে জুটি বেঁধে অভিনয় করবেন নায়িকা নিঝুম রুবিনা। বিষয়টা অনেকেই হয়তো অবাক হবেন। আসলে আমরা ছবি নির্মাণ করার সময় গল্পের প্রয়োজনে চরিত্র নির্বাচন করি। তবে দর্শকদের এতটুকু বলতে চাই যে নিঝুম রুবিনাকে বৃদ্ধ বানানো হবে না। এমন কী প্রবীর মিত্র স্যারকেও তরুণ বানানো হবে না। আশ করি এই ছবি দর্শকদের কাছে ভালো লাগবে।’
নিঝুম রুবিনা বলেন, ‘আমি এর আগেও প্রবীর মিত্র স্যারের সাথে অভিনয় করেছি। কিন্তু সেখানে তিনি আমার বাবার চরিত্রে কাজ করেছিলেন। এই ছবিতে আমরা প্রেম করব, রোমান্টিক সিছু সিক্যুয়েন্স আছে, সেগুলোর জন্য চিন্তা হচ্ছে, আবার লজ্জাও লাগছে।’
গতকাল যে গানের শুটিং দিয়ে ছবির কাজ শুরু হয়েছে সেই গানটির কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। তিনি বলেন, ‘আমরা এখন ষোল বছরের গ্রামের চঞ্চল একটি মেয়ের ওপর গান করছি। এখানে আমি গানের মধ্য দিয়ে গ্রামের চিরন্তন সুন্দর বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছি। গরুর গাড়ি, সরিষার ক্ষেত, ধানক্ষেত, নদী- এসবের মধ্যে চঞ্চল একটি মেয়ের ছুটে চলা, দুরন্তপনার একটি গান করছি। এই ছবিতে আরো তিনটি গান আছে। আশা করি দর্শকদের আলাদা আলাদা স্বাদ দিতে পারব।’
ছবিটি প্রযোজনা করছেন এ জেড এম জাহাঙ্গীর কবীর, তিনি এরই মধ্যে ‘মেঘকন্যা, ও ‘জানরে’ নামের আরো দুটি ছবি প্রযোজনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন