শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ: প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ন

সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে গত ৪ সেপ্টেম্বর ২০১৫ কুষ্টিয়া পৌরসভার ম. আ. রহিম মিলনায়তনে “পরিবর্তিত পৃথিবী স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডা ২০৩০ শীর্ষক” এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুপ্র’র কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জনাব আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে ও সুপ্র কুষ্টিয়া জেলা শাখার সম্পাদক সৈয়দা হাবিবার সঞ্চালনায় সভায় ধারণাপত্র পাঠ করেন সুপ্র কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি মো: এনামূল হক ও এডাব’র কুষ্টিয়া চ্যাপ্টার কো-অর্ডিনেটর জনাব আনোয়ার হোসেন বুলবুল। সভায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন, খুলনা বিএল কলেজের প্রফেসর ড. মিজানুর রহমান মিজান এবং রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট জনাব অজয় সুরেকা।

সেমিনারে বক্তারা বলেন, একটি প্রগতিশীল, গনতান্ত্রিক, ন্যায্য ও জেন্ডার সমতাভিত্তিক সুষম উন্নয়নমূলক সমাজ গঠনই হোক ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডার মূল প্রতিপাদ্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ সকল নীতি, পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে তৃণমূল জনগন ও নাগরিক সংগঠনের অংশগ্রহনের সুযোগ, সর্বোপরি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই পূরণ হবে জনগনের আশা ও আকাঙ্খা- রাষ্ট্র হবে জনকল্যানমূখী।

সভায় বক্তারা আরও বলেন, প্রত্যেক নাগরিককে অবশ্যই ক্ষমতায়িত করা ব্যতিত প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব নয়। তারা বিশেষ করে নারীদের ক্ষমতায়নকে জোড়দার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। উদাহরণ হিসেবে রেমিটেন্স ও গার্মেন্টস এর কথা উল্লেখ করেন। যেখানে নারীদের অবদান অপরিসীম।তারা আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই দূর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। তাই এ ব্যাপারে ক্যাম্পেইনকে জোরালো করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

সভায় বক্তারা আরও বলেন, স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ ইতোমধ্যে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেসব বিষয় প্রতিফলিত করেছে সেসব বিষয় অর্জন করা সম্ভব হলে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং পরিবর্তিত পৃথিবীর স্বপ্ন পূরণে অংশীদার হবে।

সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন এবং বক্তব্য রাখেন পরিবেশবিদ গৌতম কুমার রায়, কাউন্সিলর সাইফুল হক মুরাদ, সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক, সুপ্র’র সহযোগী সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সুপ্র’র কুষ্ঠিয়া জেলার ডিসিএফ অঞ্জন কৃষ্ঞ শীল শুভ্র প্রমুখ। এছাড়াও সেমিনারে জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সরকার ও বিশ্ব নেতৃবৃন্দের কাছে সুপ্র’র আকাঙ্খা ও দাবী:

১. মাননীয় সংসদ সদস্যবৃন্দদেরকে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চুড়ান্তকরনে সক্রিয় অংশগ্রহন আমরা দেখতে চাই।

২. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চুড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্য়ায়ের তৃণমূল ও নাগরিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা আয়োজনে পরিকল্পনা কমিশন বিশেষ ভূমিকা রাখবে।

৩. সকল পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য বাস্তবভিত্তিক বার্ষিক কর্মসূচী, বাজেট ও সুশাসন প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট দিকনির্শনা থাকতে হবে।

৪. সকল মানুষের দারিদ্রমুক্ত নূন্যতম সামাজিক নিরাপত্তাসহ জীবনের অধিকার নিশ্চিত করতে হবে; সকল বৈষম্য রোধ করে সম্পদে সকলের প্রবেশাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে; প্রান্তিক জনগোষ্ঠিকে অগ্রাধিকার দিতে হবে।

বার্তাপ্রেরক-মোহাম্দদ মোয়াজ্জেম হোসেন

এই সংক্রান্ত আরো সংবাদ

সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক, শর্ত চার

চার শর্তে বাংলাদেশকে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন

  • কেজরিওয়ালের পদত্যাগের পর কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? আলোচনায় আছেন যারা 
  • মহানবীর আদর্শে বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ধর্ম উপদেষ্টা
  • নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে শেহবাজ শরিফের 
  • কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ট্রাম্পকে হত্যা করতে চায়, কে এই রায়ান রুথ?
  • ঢাবির শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাসনাত আবদুল্লাহর ১৪ দাবি
  • মঙ্গলবার রাজধানীতে বিএনপির গণসমাবেশ 
  • আর্থিকখাতে যুবকদের অন্তর্ভুক্তি: আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক
  • বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
  • মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
  • এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর