প্রশাসনের দুর্বলতায় মন্দিরে হামলা : জাফর ইকবাল
দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের দুর্বলতাকেই দায়ী করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র ব্যানারে আয়োজিত সমাবেশে এ সব কথা বলেন জনপ্রিয় এই লেখক।
নিরাপরাধ হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর ওপর হামলাকারীরা অন্ধকার জগতের মানুষ উল্লেখ করে মুহাম্মদ জাফর ইকবাল বলেন, এ দেশে সবার বসবাসের অধিকার আছে। সে হিসেবে একজন মানুষ কোন ধর্মের, সাদা না কালো, তার ভাষা কী, সংস্কৃতি কী তা বিবেচ্য নয়। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের উচিত পরস্পরের সহাবস্থানের বিষয়টি আরো ভালোভাবে নিশ্চিত করা। তা না হলে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিষয়টি শুধু কাগজে কলমেই থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা-নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে শোভাযাত্রা ও সমাবেশ করে শাবিপ্রবির সরকার সমর্থিত শিক্ষকদের প্যানেল।
সমাবেশে আরো বক্তব্য দেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক’ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস, ড. ইয়াসমিন হক, ড. আনোয়ারুল ইসলাম, ড. আবদুল গনি, ড. তুলসী কুমার দাশ, সহযোগী অধ্যাপক ফারুক উদ্দীন, মাহরুবা শারমীন, ইসমত আরা।
শাবিপ্রবি শিক্ষক সমিতির নিন্দা
এদিকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। দুষ্কৃতকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায় সমিতি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের সঙ্গে গোপন চুক্তি প্রকাশের আহ্বান হাসনাতের
আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশেরবিস্তারিত পড়ুন
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেবিস্তারিত পড়ুন
দেশবাসীকে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনারবিস্তারিত পড়ুন