প্রশাসন ও মৎস্য কর্মকর্তার নাকের ডগায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা !!
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীর টরকী বন্দরে ঢাক-ঢোল পিটিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, নিধন, মজুদ আইনত দন্ডনীয় থাকলেও অধিক মুনাফার আশায় তার তোয়াক্কা করছেন না জেলেরা। ১০ ইঞ্চি থেকে ছোট সব ইলিশ ও চাপিলা জাটকার আওতায় পড়ছে। গৌরনদীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, জাটকার আওতায় সব ধরনের সাইজের ইলিশই বিক্রি হচ্ছে দেদারছে। কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্যও গৌরনদী মডেল থানার ও মৎস্য বিভাগের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। জানা গেছে, বাংলা বছরের শুরুর (নববর্ষ) দিন ইলিশ ও পান্তা খাওয়া বাঙালির চিরচারিত নিয়মে পরিণত হয়েছে।
বছরের অন্যান্য দিনগুলো বাদ গেলেও অন্তত এই দিন সকলে চায় তাদের আয়োজনে স্থান পাবে পান্তা-ইলিশ। আর সামুদ্রিক ইলিশ লবণাক্ত হওয়ায় এ অঞ্চলের মিঠা পানির রূপালি ইলিশের কদর একটু বেশি। তাই বরিশাল অঞ্চলের ইলিশের চাহিদা সারা বছর সারাদেশে। দেশের বাইরেও রয়েছে এর খ্যাতি। আর এ কারণেই ইলিশের বাজার সব সময় চড়া। এর সঙ্গে যোগ হয়েছে পহেলা বৈশাখের উত্তাপ। খোঁজ নিয়ে জানা গেছে, রায়াপুর সংলগ্ন নদী, সুগন্ধা, বিষখালী, গাবখান নদীর বিভিন্ন স্পটে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলেরা নদীতে জাল ফেলে জাটকা শিকার করছে। পহেলা বৈশাখকে উদযাপনের জন্য গোপনে জেলেদের সঙ্গে চুক্তি করে মাছ আহরণের পর ডাঙা (কূলে) উঠার পরই চাহিদা মতো দাম দিয়ে ক্রয় করছেন ক্রেতারা।
এবিষয়ে প্রশাসনসহ মৎস্য কর্মকর্তাদের সাথে মুঠো ফোনে কথা হলে বলেন যে, অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
এই সংক্রান্ত আরো সংবাদ
স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন
ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন
ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন