প্রশ্ন ফাঁস ও ফলাফল জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সফটওয়্যার ব্যবহার ও ফোন নম্বর ক্লোন করে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ফলাফল জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। গ্রেপ্তারকৃতরা হলেন আল রাবীত ওরফে শুভ, রিয়াজ ভূইঁয়া, মেহেদি হাসান, নজরুল ইসলাম ওরফে রাজু ও আসাদুজ্জামান ওরফে গালিব। যুগ্ম কমিশনার জানান, প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করতো চক্রটি।
এ ছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করিয়ে দেওয়ার কথা বলেও প্রতারণা করতো। কোনো শিক্ষার্থী জিপিএ-৩ পেয়েছে, তাকে সন্তোষজনক ফলাফল করিয়ে দেওয়ার কাজ করতো চক্রটি। এ ক্ষেত্রে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে বোর্ডের নম্বর থেকে ফলাফল পরিবর্তনের ম্যাসেজ পাঠাতো। মেসেজটি ভুয়া হলেও শিক্ষার্থীরা বুঝতে পারতো না বলেন যুগ্ম কমিশনার।
তিনি জানান, বোর্ডের ১৬২২২ নম্বর থেকে মেসেজ পাঠাতেন তারা। সফটওয়্যার ব্যবহার করে প্রতারণা করতো চক্রটি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ৭১ আইটি ও কিংসং নামের দুটি প্রতিষ্ঠান তাদের সফটওয়্যারগুলো তৈরি করে দিয়েছে। এ ছাড়াও আইজিপি, সচিব ও কমিশনারের সিম ক্লোন করেও প্রতারণা করতো চক্রটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন