প্রসব বেদনায় হাসপাতালে ভর্তি কারিনা, কখন হবেন মা?

প্রথমবারের মতো সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড নায়িকা কারিনা কাপুর। বিগত কয়েক মাস অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।
তিনি বা তার স্বামী আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগে থেকেই কারিনার বেবি বাম্প নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সংবাদমাধ্যম বলতে শুরু করে, এবার সাইফ-কারিনার সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
তার কিছুদিন পরে সাইফ-কারিনা নিজেই জানান যে, হ্যাঁ মিডিয়ার অনুমান সত্যি। সত্যিই মা হতে চলেছেন কারিনা। হবু বাবা-মার মুখে এই খবর শুনে খুশি হয়েছিলেন বলিউড-প্রেমীরা।
তারপরেও পেরিয়ে গিয়েছে আরও কয়েক মাস। কারিনার গর্ভাবস্থা আরও পরিণতির দিকে এগিয়েছে। বিগত কয়েক দিনে কারিনাকে বাড়ির বাইরে আর দেখাই যাচ্ছিল না। বোঝাই যাচ্ছিল, গর্ভাবস্থার একেবারে চরম অবস্থায় পৌঁছে গিয়েছেন নায়িকা।
এবার সাইফ-কারিনার পরিবারের সূত্রে জানা গিয়েছে, কারিনা প্রসব বেদনায় কাতর হয়েছেন। তাকে তড়িঘড়ি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের নাম প্রকাশ করতে না চাইলেও, ওই পারিবারিক সূত্রের খবর, যে কোনো মুহূর্তেই এবার মিলতে পারে সুখবর। ভালোয় ভালোয় মা হোন কারিনা, এটাই এখন সকলের প্রার্থনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন