প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের পদ্মা চর ঘুরে গেলনে সেনা প্রধান

মুন্সীগঞ্জের পদ্মা চরের প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ পরিদর্শন করেছেন সেনা প্রধান। শনিবার স্পিড বোটে ও হেলিকপ্টারে করে করে বাংলাদেশ অলিম্পিপক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদসহ একটি দল পরিদর্শন করেছেন। প্রায় ১২ শ’ ৭২ একর জমিতে বিশাল এই অলিম্পিক ভিলেজ হওয়ার কথা রয়েছে। চরটি স্থায়ী হবে কিনা এবং অলিম্পিক ভিলেজের জন্য উপযোগী কিনা, তাই যাচাইয়ের পরেই চূড়ান্ত করা হবে।
সকাল ১১টার দিকে তিনি জাজিরাস্থ পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ এ প্রথমে আসেন। এখানে কর্মরত সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং খুটিনাটি খোঁজখবর করেন। পরে তিনি স্পিড বোটে করে পদ্মা ঘুরে বিকেল সাড়ে ৩টার দিকে আসেন মাওয়া প্রান্তের দোগাছিস্থ সার্ভিস এরিয়া-১ এ। এখানে সংশ্লিষ্টদের সাথে পদ্মা সেতুর নিরাপত্তা, পদ্মার দু’পারে সেনানিবাস এবং পদ্মার চরে অলিম্পিক ভিলেজ নিয়ে কথা বলেন। তবে অলিম্পিক ভিলেজ নিয়ে বেলা দেড়টায় পূর্ব নির্ধারিত এপারের মতবিনমিয়টি সময়ের অভাবে হয়নি। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা ছাড়াও এখানে কর্মরত সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সার্ভিস এরিয়া-১ এ একটি গাছের চারা রোপণ করে বিকেল ৪টায় তিনি কপ্টারে করে ঢাকায় ফিরে যান।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান জানান, অলিম্পিক ভিলেজের জন্য পরীক্ষা-নিরীক্ষা প্রক্রিয়ার পরেই হয়তো বিষয়টি চূড়ান্ত হবে। মাটি পরীক্ষা ছাড়া এই বিষয়টি নিশ্চিত করা যাবে না। তাই এখনও বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেনাবাহিনীর মধ্যেই রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন