প্রস্তাব ফিরিয়ে দিলেন লিওনি

রাগিনি এমএমএস-টু সিনেমার ‘বেবি ডল’ গানের মাধ্যমে অবিশ্বাস্য সাড়া পেয়েছেন সানি লিওন। এ অভিনেত্রীর কারণে সিনেমাটিও বেশ জনপ্রিয়তা পায়। সে-কারণে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাতেও এ অভিনেত্রীকে রাখতে চাইছিলেন নির্মাতা একতা কাপুর। কিন্তু সানি রাজি হননি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সানি লিওন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তারপরও একতা চাইছিলেন সানি অন্তত একটি আইটেম গানে হলেও এই সিনেমায় থাকুক। সানি তাতেও রাজি হননি। তখন একতা তাকে অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু সানি এই প্রস্তাবেও সাড়া দেননি।’
প্রতিবেদনে বলা হয়েছে, রাগিনি এমএমএস-টু সিনেমার প্রচারণার সময় একতা কাপুরের সঙ্গে সানি লিওনের দ্বন্দ্ব শুরু হয়। এছাড়া একতার সঙ্গে এ অভিনেত্রীর স্বামী ড্যানিয়েল ওয়েবারের চুক্তি নিয়েও ঝামেলা হয়। এরপর থেকে এ নির্মাতার কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন সানি।
খুব শিগগির মুক্তি পাচ্ছে সানি লিওন অভিনীত তেরা ইন্তেজার। এতে এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। এছাড়া সম্প্রতি সঞ্জয় দত্তের ভূমি সিনেমার ‘ট্রিপি ট্রিপি’ ও বাদশাহো সিনেমার আইটেম গানে দেখা গেছে সানিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন