প্রস্তুতি নিয়ে শংকিত নন অস্ট্রেলিয়া কোচ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। তবে এ সফরের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে বেতন-ভাতাদি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে অনেকদিন খেলার বাইরে ছিল অস্ট্রেলিয়া দল। তাই এ সফরে আসার আগের অনুশীলনের জন্য খুব বেশি সময়ও পাচ্ছে না দলটি।
তবে বাংলাদেশ সফরের আগে স্বল্প প্রস্তুতি নিয়ে শঙ্কিত নন অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান। ক্রিকেট অস্ট্রেলিয়া ডট কম এইউ’র সঙ্গে আলাপকালে লেহম্যান বলেন, ‘মাঠে না নামা পর্যন্ত আপনি কতটা প্রস্তুত জানেন না। তবে দলের সবাই যথেষ্ট পরিশ্রম করছে। এমনকি সমঝোতা চুক্তি নিয়ে ঝামেলার সময়ও তারা অনুশীলন করেছে ও প্রস্তুতি নিয়েছে।’
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিরতি খেলোয়াড়দের জন্য সহায়ক হয়েছে বলে মনে করছেন লেহম্যান। তিনি বলেন, ‘দীর্ঘ মৌসুমের পর এই বিরতিটা কিছু খেলোয়াড়ের জন্য ভাল হয়েছে। পুনরায় মাঠে নামতে তারা সকলেই বেশ উত্তেজিত।’
উল্লেখ্য, বাংলাদেশ সফরের আগে কন্ডিশনের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া দল বর্তমানে ডারউইনে অনুশীলন ক্যাম্প করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন