প্রস্তুতি ম্যাচেও মাশরাফি অধিনায়ক
বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জিম্বাবুয়ে দল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। সেই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে আজ। যেখানে দেখা যাচ্ছে, বিসিবি একাদশেরও নেতৃত্ব দেবেন ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিরিজের মূল লড়াইয়ের আগে ৫ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে সফরকারী জিম্বাবুয়ে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। এ ম্যাচের জন্যই ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে আজ। সাধারণত দেখা যায় সফরকারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কোনরকম একটি দল নামিয়ে দেয়া হয় মাঠে।
যেখানে সর্বোচ্চ ২/৩জন জাতীয় দলের ক্রিকেটারের দেখা মিলতে পারে; কিন্তু জাতীয় দলের অধিনায়ক কিংবা মুল খেলোয়াড়দের সেই প্রস্তুতি ম্যাচে রাখা হয় না। অথচ, এবার ব্যতিক্রমি নজির স্থাপন করলো বিসিবি। শুধু মাশরাফিই নয়, এই দলটিতে রয়েছেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমানদের মতো জাতীয় দলের ক্রিকেটাররাও। সুযোগ দেয়া হয়েছে শাহরিয়ার নাফীসকে। ১৭তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে দারুন পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। এনামুল হক বিজয়ও নিজের হাত ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন প্রস্তুতি ম্যাচে। মাশরাফির থাকাটা অবশ্য অনুমিতই ছিল। কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ম্যাচ খেলা হয়নি নড়াইল এক্সপ্রেসের। তাছাড়া সম্প্রতি ডেঙ্গু জ্বর থেকে মাত্রই সেরে উঠেছেন মাশরাফি। তাই তার ম্যাচ ফিটনেস পুরোপুরি এসেছে কি না পরখ করা প্রয়োজন। আন্তর্জাতিক একটি সিরিজে নামার আগে মাশরাফিরও ম্যাচ প্র্যাকটিস খুবই দরকার ছিল।
অন্যদিকে জাতীয় লিগে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি মুশফিক। তাই নিজের ইচ্ছাতেই প্রস্তুতি ম্যাচটা খেলতে চান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। ১৩ সদস্যের এই দলে সুযোগ পেয়েছেন জাতীয় লিগে নজর কাড়া ওপেনার মেহেদি মারুফ ও তরুণ পেসার তৌহিদুল ইসলাম। আগামী বৃহস্পতিবার ফতুল্লায় হবে একমাত্র প্রস্তুতি ম্যাচটি। বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি মারুফ, জুবায়ের হোসেন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম ও তৌহিদুল ইসলাম রাসেল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন