প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভেসে গেল বৃষ্টিতে
শুক্রবার ভোরে চট্টগ্রামে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি না হলেও খানিকক্ষণের বৃষ্টিতে ধুয়ে যায় চট্টগ্রাম। সেই বৃষ্টির প্রভাব পড়েছে মাঠেও। সকাল ১০টায় বিসিবি একাদশ ও ইংল্যান্ড দলের দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় খেলতে রাজী নয় দুই দল।
ভেজা মাঠের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। দুই দলের টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিশিয়ালরা ঘুরে ঘুরে মাঠ পর্যবেক্ষণ করে আজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার দ্বিতীয় দিন ৪৫ ওভার করে খেলবে দুই দল।
এম এ আজিজ স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার রুবেল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের প্রস্তুতি যথাযথভাবেই নেওয়া ছিল। কিন্তু শুক্রবার সকালে বৃষ্টির কারণে মাঠের একপাশ বেশি ভেজা ছিল। এখনো বৃষ্টির সম্ভাবনা আছে। এ কারণে ইংল্যান্ড ক্রিকেট দল ম্যাচ খেলা থেকে বিরত থেকেছে। কাল (দ্বিতীয় দিন) দুই দল ৪৫ ওভারের ম্যাচ খেলবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন