প্রস্তুতি ম্যাচে আশরাফুলের জয়

প্রায় সাড়ে তিন বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে খেলতে নামলেন মোহাম্মদ আশরাফুল। হোক না সেটা প্রস্তুতি ম্যাচ। তবুও শেরেবাংলায় তার দ্বিতীয় জন্মে জয় নিয়েই বাড়ি ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে ১০ রানে জয় পেয়েছে আশরাফুলের দল।
অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছিল আশরাফুলের প্রস্তুতি ম্যাচ। আগামী মঙ্গলবার এশিয়ান অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্ট খেলার জন্য শ্রীলংকা যাবে বাংলাদেশ যুব ক্রিকেট দল। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন অধিনায়ক সাইফ হাসান এবং পুরো দল করলো অফিসিয়াল ফটো সেশন। এরপরই দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে আশরাফুলের লাল দলের মুখোমুখি হলো অনুর্ধ্ব-১৯ দল।
তবে অনুর্ধ্ব-১৯ মূল দলের ৫জন বোলারই খেলেছেন আশরাফুলের দলে। মূলতঃ যুব দলের ব্যাটসম্যানরা কতটুকু প্রস্তুত এশিয়ান অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য, সেটা ঝালাই করে নিতেই আয়োজন করা হয়েছে এই প্রস্তুতি ম্যাচের এবং মূল বোলারদের প্রতিপক্ষ দলে রেখে ব্যাটসম্যানদের প্রস্তুতি পরখ করে নেয়া হয়েছে।
লাল দলের নেতৃত্বই দেয়া হয়েছিল আশরাফুলের ঘাড়ে। যাতে ম্যাচের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বীতা গড়ে ওঠে। এই ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে বসলেন মোহাম্মদ আশরাফুল। ১৩২ বল খেলে ১৪টি বাউন্ডারিতে তিনি করলেন ১১৩ রান। ৫ উইকেট হারিয়ে ২২৩ রান করলো আশরাফুলের লাল দল।
জবাব দিতে নেমে ৪৮.২ ওভারেই ২১৩ রানে অলআউট হয়ে যায় অনুর্ধ্ব-১৯ দল। ১০২ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন রাকিব। আশরাফুলের দলের ইয়াসন ৪০ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন