শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রাইভেটকার যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা!

কনে ফাতেমাতুজ জহুরা মনীষা। লালমাটিয়া মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বয়স ২১ বছর। থাকেন উত্তরায় দক্ষিণখানে। পাঁচ ভাই বোনের মধ্যে দ্বিতীয় মনীষা। আর বর এস এম খালেকুজ্জামান তারেক। তিন ভাই বোনের মধ্যে সবার বড় তারেক। বয়স ২৭ বছর। পারিবারিকভাবে অনুষ্ঠান করে বিয়ে হয় ২০১৬ সালের মার্চে। সুন্দরভাবে সংসার চলছিলো তাদের। মাত্র এক বছর পার হলো বিয়ের।

কি হলো এ একটি বছরের মধ্যে? কেনো মনীষাকে প্রাণ দিতে হলো অকালে? কি দোষই বা ছিলো মনীষার?এস এম খালেকুজ্জামান পেশায় ছিলেন ব্যাংকার। শাহজালাল ইসলামী ব্যাংক গুলশান শাখায় চাকরি করতেন তিনি। বিয়ের কয়েকমাস পর চাকরি ছেড়ে দেন খালেকুজ্জামান। চাকরি ছাড়ার পর মনীষাকে যৌতুকের জন্য মানসিক নির্যাতন করতে থাকে তিনি এবং তার পরিবারের লোকজন। যৌতুক হিসেবে খালেকুজ্জামান ও তার পরিবার দাবি করেন একটি গাড়ি এবং ঘর সাজানোর জন্য এসিসহ আরো বাহারি দামি জিনিস। এসব জিনিসের জন্য মনীষার স্বামী মানসিক নির্যাতনের পাশাপাশি শারিরীক নির্যাতন ও করতেন। মৃত্যুর আগে এমন অভিযোগ করে গিয়েছেলেন মনীষা তার পরিবারের কাছে।

দক্ষিণখান থানাধীন দেওয়ান বাড়ির ৩৮২ নম্বর তিন তলা একটি ভবন। এ ভবনটি আশেপাশের সবাই আক্তারুজ্জামানের বাড়ি নামেই চেনেন। ভবনের তৃতীয় তলায় থাকতেন মনীষা, তার স্বামী তারেক ও তার দেবর। আর দ্বিতীয় তলায় থাকেন তার বাবা-মা। এ বিষয়ে বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইকে জানান, এ দুই পরিবার ছাড়া এ বাড়িতে অন্য কেউ আর থাকে না। কি হয়েছে সেদিন এমন প্রশ্ন তাকে করা হলে তিনি জানান, মনীষার দেবর বৃহস্পতিবার গভীর রাতে আমাকে এসে বললেন, তার ভাবী ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন।

এমন খবর শোনার পর আমি উপরে যাই। গিয়ে দেখি লাশটি নিচে নামানো।আরটিভি অনলাইনকে মনীষার বাবা ও ভাই অভিযোগ করেন, রাত ২টা ২০ মিনিটে মনীষার শ্বশুর বাড়ি থেকে ফোন দিয়ে জানানো হয়, সে টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়েছে। পরে রাত ৩ টায় চিকিৎসার জন্য উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে আসেন শ্বশুর বাড়ির লোকজন। পরে চিকিৎসকের নির্দেশক্রমে তাকে টঙ্গীর আহসানুল্লাহ সরকারি মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পরপরই তার শ্বশুর বাড়ির লোকজন লাশ রেখে পালিয়ে যান।

মনীষার বাবা কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে যৌতুকের জন্য। কোনোভাবেই আমার মেয়ে আত্নহত্যা করতে পারে না। একটি প্রাইভেট গাড়ি যৌতুক দাবি করে আসছিল মনীষার স্বামী তারেক ও তার পরিবারের লোকজন। দুই-তিন মাস ধরে এর জন্য প্রচণ্ড চাপও সৃষ্টি করছিলেন তারা। কিছুদিন আগেও এসি কেনার জন্য এক লাখ টাকা দিয়েছি আমি। কোনভাবেই আমার মেয়ে আত্নহত্যা করতে পারে না। তাকে মেরে ফেলা হয়েছে।

মামলা:

এ ঘটনায় শুক্রবার দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলা নং- ১২। আর এ মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন কবীর হোসেন।এদিকে উত্তরা জোনের সহকারি পুলিশ কমিশনার মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, আমরা এ ঘটনায় থানায় মামলা নিয়েছি। তবে এটি হত্যা না আত্নহত্যা এখন পযর্ন্ত বলা যাচ্ছে না। ময়নাতদন্তদের রিপোর্ট আসলে আইনি ব্যবস্থা নেবো। এ ঘটনার পর থেকে যাদেরকে আসামি করা হয়েছে তারা পলাতক রয়েছেন। তবে ঘটনা যাই হোক যদি এটি হত্যা হয়ে থাকে তাহলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সুরতহাল রিপোর্ট

তবে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে নিহত মনীষার লাশের থুতনি, গলায় ও থুতনির দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। যার মধ্যে গলার দুই পাশের চিহ্নটি হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। তা থেকেই ধারনা করছে চিকিৎসকরা ধারণা করছেন তাকে গলাটিপে হত্যা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক