প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে স্বর্ণা, সুমাইয়া ও আঁখি নামে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রী স্বর্ণার মা ছালমা ও সুমাইয়ার মা শাহানা পারভীন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাধারণ ডায়েরির বরাত দিয়ে জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে আঁখি ও স্বর্ণা বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। স্বর্ণা বানারীপাড়ার রায়েরহাট এলাকার হেলাল খানের মেয়ে এবং আঁখি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অনিল মিস্ত্রীর মেয়ে।
অপর নিখোঁজ সুমাইয়া বানারীপাড়ার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও চাখারের কবির হোসেনের কন্যা।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ মে) বানারীপাড়া পৌরসভা এলাকার মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্ন দোলা ম্যাডামের বাসায় পড়তে যাওয়ার নাম করে বাসা থেকে বের হয় তারা। এরপর থেকে তারা নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার উভয় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন