প্রাইম ব্যাংককে বড় জয় পাইয়ে দিলেন সাব্বির

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বড় জয় পাইয়ে দিয়েছেন সাব্বির রহমান। বুধবার তার সেঞ্চুরিতে ভর করে প্রাইম ১১৩ রানের বিশাল ব্যবধানে দল পরাজিত করেছে শেখ জামাল ধানন্ডি ক্লাবকে।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে। জবাবে ৪৬.৪ ওভারে ২০৫ রান তুলতেই সবক’টি উইকেট হারায় শেখ জামাল। প্রাইম ব্যাংকের হয়ে সাব্বির রহমানের ৮টি বাউন্ডারী হাঁকিয়ে ৯৭ বলে ১০০ রানের ইনিংসটির পাশাপাশি শাহনাজ আহমেদের ৭৭ বলে ৬৬ ও নুরুল হাসানের ৬৩ রানের সংগ্রহ দলীয় সংগ্রহকে সংহত করেছে।
ওপেনার মেহেদী মারুফ সংগ্রহ করেন ৩৫ রান। শেখ জামালের হয়ে ৬৬ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন মাহমুদুল্লাহ। সাইফুল ইসলাম লাভ করেন ২ উইকেট।
জবাবে শুরু থেকে ব্যর্থতার পরিচয় দিতে শুরু করে জামালের ব্যাটসম্যানরা। মিডল অর্ডারে নাজমুস সাদাতের ৭৬, মাহমুদুল্লার ৩৭ এবং টেল এন্ডার ব্যাটসম্যান মুক্তার আলীর ৪০ রানের সংগ্রহ জামালকে ২০০ রানের গন্ডি পেরুতে সহায়তা করে। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও রায়হান উদ্দিন। ম্যাচ সেরা সাব্বির রহমান নেন দু’টি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন