প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী জানান, প্রাণভিক্ষার আবেদন দুটি এখন রাষ্ট্রপতির কাছে গেছে। সেখানে তিনি আবেদন দুটি নিষ্পত্তির পর মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, সাকা চৌধুরী ও মুজাহিদ প্রাণিভক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে আবেদন করেছেন। প্রাণভিক্ষার এই আবেদন প্রথমে পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর সেখান থেকে আইন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় আবেদন দুটি।
সেখান থেকে সবশেষে আবেদন দুটি যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি এই প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন