প্রাথমিকে প্যানেলভুক্তদের নিয়োগে বাধা নেই
জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত ১০ জন সহকারী শিক্ষক নিয়োগের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তাদের নিয়োগে আর কোনো বাধা রইলো না।
২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উপজেলা ভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৪২,৬১১ জনকে নিয়োগের জন্য একটি প্যানেল গঠন করা হয়।
পরে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের জারি করা এক পরিপত্রে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানানো হয়। ওই সময় প্রায় ১৪ হাজারের মতো নিয়োগও দেয় সরকার। এতে মেধা তালিকার প্রথম দিকে থেকেও অনেকে নিয়োগ বঞ্চিত হন।
২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলে প্যানেল থেকে নিয়োগ দেওয়া বন্ধ করে দেয়া হয়। পরে নিয়োগবঞ্চিত ও প্যানেলভুক্ত নওগাঁর মহাদেবপুরের ১০ শিক্ষক ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৫ সালের ১৮ জুন দেওয়া রায়ে হাইকোর্ট ইউনিয়নভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন এবং রিট আবেদনকারী ১০ জনকে নিয়োগের নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেছিল।
আদালতে প্যানেল শিক্ষকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিকুল হক ও আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন সিদ্দিকুল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পর সাংবাদিকদের সিদ্দিকুল্লাহ জানান, ২০১৪ সালের ১৮ জুন এই ১০ শিক্ষককে নিয়োগ দিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।
গত বছরের ৭ মে আপিল বিভাগ ওই আপিলও খারিজ করে দেন। এর পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে। আজ সেটিও খারিজ হওয়ায় ওই ১০ শিক্ষককে নিয়োগে আর কোনো বাধা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন