শনিবার, এপ্রিল ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রাথমিক শিক্ষার্থীদের ৫৫.২% রাজনৈতিক সহিংসতা ও দুর্যোগে আতঙ্কগ্রস্ত

দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ এবং করোনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবের কারণে প্রাথমিক স্তরের ৫৫.২% শিশু ভীতি বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলে বেসরকারি উন্নয়ন সংস্থা গণস্বাক্ষরতা অভিযান ও ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত “প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন: আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় এই জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মতে, শিশুদের মধ্যে ৩৬.৫% পড়ালেখায় অমনোযোগী, ৩৬.৯% স্কুলে না যাওয়ার প্রবণতা, ২৮.৬% মানসিক ক্ষতির শিকার, এবং ৭.৯% শিশুদের মেজাজ খিটখিটে হওয়ার মতো দৃশ্যমান মানসিক পরিবর্তন দেখা গেছে।

গবেষণায় আরও উঠে এসেছে যে, রাজনৈতিক, প্রাকৃতিক ও সামাজিক অস্থিরতার কারণে শিশুদের মধ্যে মানসিক অস্থিরতা, ট্রমা, অমনোযোগিতা, উচ্ছৃঙ্খলতা, ডিভাইসের প্রতি আসক্তি, ভীতি, আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার মতো সমস্যা তৈরি হয়েছে।

গণস্বাক্ষরতা অভিযান জরিপে এই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর সমাধানে বেশ কিছু সুপারিশ করেছে। এসব সুপারিশের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ, মোবাইল আসক্তি থেকে দূরে রাখা, স্থানীয় খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করা এবং বিদ্যালয়ে শিখন-সহায়ক পরিবেশ সৃষ্টি করা অন্তর্ভুক্ত। এছাড়া, শিশুদের মানসিক স্বাস্থ্য সেবা ও নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

সরকারের করণীয় সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, শিশু সুরক্ষা আইন (২০১৩) যথাযথভাবে বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণের পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্তি, স্কুলগুলোতে ট্রমা কাউন্সেলিং কর্মসূচি চালু করা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেন, “দেশের বিভিন্ন এলাকায় স্কুলের সমস্যা আলাদা এবং স্থানীয় ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। স্কুলগুলোকে দৃষ্টিনন্দন করতে সরকার উদ্যোগ নিয়েছে।”

সভাপতির বক্তব্যে রাশেদা কে. চৌধূরী বলেন, “স্কুল ক্যালেন্ডারের ‘ফ্লেক্সিবল’ নীতিমালা ফিরে আনতে হবে, যা আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবায়িত হয়নি।”

এই জরিপ এবং মতবিনিময় সভার মাধ্যমে দেশের শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ