প্রায় ১ কেজি সোনা ছিনতাইয়ের অভিযোগে বনানী থানার এসআই আটক
প্রায় ৯শ গ্রাম পরিমাণ সোনা ছিনতাইয়ের অভিযোগে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এবং বিমানবাহিনীর চাকরিচ্যুত সদস্য (বর্তমানে পুলিশের সোর্স) আব্দুর রাজ্জাককে আটক করেছে বংশাল থানা পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে স্বর্ণের বাহক রেজাউল করিমকেও।
মঙ্গলবার দুপুরে বংশাল থানার ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ডিএমপি’র লালবাগ জোনের উপ কমিশনার মফিজুল ইসলাম বাংলামেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের সোর্সসহ মোট তিনজনকে আটক করেছে বংশাল থানা পুলিশ। এদের মধ্যে স্বর্ণের বাহক রেজাউল করিমের নামে চোরাচালানের মামলা দেয়া হয়েছে।
সোমবার গভীর রাতে রেজাউল ৯’শ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার নিয়ে যশোরের উদ্দেশে তাঁতিবাজার থেকে বের হন। পথিমধ্যে ফুলবাড়িয়ায় আসলে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা বনানী থানার এসআই অঅশরাফুল ইসলাম ও আব্দুর রাজ্জাক রেজাউল পথরোধ করে। তারা রেজাউলকে বিভিন্নভাবে ভয়ভীতি দেকিয়ে স্বর্ণের বারগুলো ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে রেজাউল চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাদেরকে বংশাল থানায় সোপর্দ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন