‘প্রায় ৩৫ মিনিট ম্যাডামের সঙ্গে কথা হয়েছে’
সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন বিএনপিতে ফিরেছেন। ওয়ান-ইলেভেনের সময় তিনি প্রথম সারির সংস্কারপন্থী ছিলেন। এই নেতার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রথম সারির সংস্কারপন্থী নেতা নজির হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে নজির হোসেন বলেন, ‘প্রায় ৩৫ মিনিট ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। আগামী নির্বাচনের আগেই দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’
নজির হোসেন আরও বলেন, ‘আমাকে ম্যাডাম সুনামগঞ্জ বিএনপির দ্বন্দ্ব-কোন্দল নিরসনে কাজ করতে পরামর্শ দিয়েছেন।’
তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-মামলার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। নজির হোসেন নিজেও দলের স্বার্থে কাজ করার জন্য চেয়ারপারসনকে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান।
এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে দুই নেতা জহির উদ্দিন স্বপন ও সরদার সাখাওয়াত হোসেন বকুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। এ সময় তারা অতীতের ভুলভ্রান্তিতে অনুতপ্ত বলে নেত্রীকে জানিয়েছেন। ভবিষ্যতে এসব ভুলভ্রান্তি শুধরে দলে কাজের সুযোগ চাইলে তাদের সবুজ সংকেতও দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন