প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক!
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিজমা ঝড় শুরু হয়েছে বহু আগে থেকেই। প্রিজমা নিয়ে মাতামাতি প্রোফাইল পিকচারেও। যদিও অনেকে প্রিজমার সমালোচনা করতেও ছাড়েন নি। এত অল্প সময়ে এত জনপ্রিয় হওয়া অ্যাপসের সংখ্যা হাতে গোণা। শুধুমাত্র আইওএসে এই অ্যাপস যাত্রা শুরু করলেও ব্যবহারকারীদের জনপ্রিয়তায় দ্রুত এই অ্যাপস দখল করেছে অ্যান্ড্রয়েড বাজারও।
টেক জায়ান্টরা এধরণের অ্যাপসগুলোর উদ্যোগের বেশ প্রশংসা করেন। তবে প্রশংসাতেই তাদের দায়িত্ব শেষ করে না বরঞ্চ এই অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করে নিতেও বেশ বড় বিনিয়োগ করে। সম্প্রতি ইন্সটাগ্রাম বিক্রি হয়েছে ফেসবুকের কাছে আবার ইয়াহু কিনে নিয়েছে ভেরিজন।
শোনা যাচ্ছে, এবার প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক। সম্প্রতি প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিজমার সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সি মসিনকভ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন।
তবে এ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মসিনকভ। তিনি বলেন, সিলিকন ভ্যালিতে তাঁর প্রতিষ্ঠানের প্রচারে গিয়েছিলেন।
প্রিজমা অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তবে গুঞ্জন হলেও এই তথ্যকে এতটা ফেলনা করে দেখার সুযোগ নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন