প্রিয়াংকা আর দীপিকার এ কেমন ঝড়!

হলিউডের অনেক নামকরা তারকাদের পেছনে ফেলে ‘মেট গালা ২০১৭’ আয়োজনে সবার নজর কাড়লেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। তাদের নজরকাড়া পোশাক দৃষ্টি কেড়েছিল অনেকেরই।
প্রিয়াংকা বলিউডে ফ্যাশন আইকন হিসেবে পরিচিত। আর তার ছোঁয়া পাওয়া গেল এই অনুষ্ঠানেও। রাল্ফ লরেনের ডিজাইন করা ট্রেঞ্চকোটে প্রিয়াংকাকে দেখতে অনেকের কাছে রাজকন্যার মতও লেগেছে। ধারণা করা হচ্ছে, তার পড়া এই পোশাকটিই বিশ্বের সবচেয়ে বড় ট্রেঞ্চকোট। আর প্রিয়াংকা তো তার পোশাকের ব্যাপারে বরাবরই সাবলীল। তাই এই পোশাকে তিনি নিজেকে বেশ সাবলীল ভাবেই উপস্থাপন করেছেন। পোশাকের সাথে চুলগুলোকে টেনে উপরে খোঁপা বেঁধেছেন। কানে সিলভার রংয়ের দুল আর উঁচু বুট জুতাতে বেশ লাগছিল তাকে। বিশ্বের অনেক নামকরা ফ্যাশন ও লাইফষ্টাইল ম্যাগাজিনের প্রচ্ছদেও সেরা ড্রেস ক্যাটাগরিতে তিনি স্থান করে নিয়েছেন। অন্যদিকে প্রিয়াংকার পোশাক নিয়ে নামীদামী ফ্যাশন আইকনরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে একদম ভুলেননি।
প্রিয়াংকার পোশাক
শুধু প্রিয়াংকা নয়, পোশাকের বাহারে ঝড় তুলেছিলেন দীপিকা পাড়ুকোনও। এলিজাবেথ সল্টজম্যানের ডিজাইন করা সাদা ব্যাকলেস গাউন পড়েন দীপিকা। সাদা কানের দুলের সাথে মিলিয়ে চুলটাকেও সাজিয়েছিলেন সাদা অলংকরণ দিয়ে। আর দীপিকা এবং প্রিয়াংকা তাদের সাজ দিয়ে এই ইভেন্টে ‘থার্টি বেশ লুক’ এ স্থান করে নিয়েছেন।
অনুষ্ঠানে আরও অংশে নেন জেনিফার লোপেজ, সেরেনা গোমেজ, কেটি পেরি, কাইলি জেনার, মিরান্ডা খের, বিয়ন্স নোয়েলস, ম্যাডোনা, কেন্ডেল জেনারসহ আরও অনেকে।
দীপিকার পোশাক
মেট গালা অফিসিয়ালি ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট কসটিউম ইনস্টিটিউট বেনিফিট’ নামে পরিচিত। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার এর আসর বসে। মিড-ডে, টাইমস অব ইন্ডিয়া, ডেকান ক্রনিকল।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন