প্রিয়াঙ্কাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান ‘দ্য রক’!

প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়েছেন বহুল পরিচিত হলিউড সুপারস্টার ‘দ্য রক’। ডোয়েন জনসনের ‘বেওয়াচ’ ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। আর এই সুবাদে বলিউড অভিনেত্রীকে প্রথম দেখার পর ভুলতে পারেননি ‘দ্য রক’। তার কাছে নাকি সেটা ছিল, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। আর সেই কথা অকপটে স্বীকার করলেন ডোয়েন জনসন নিজেই।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু প্রথম দেখাতে প্রিয়াঙ্কার প্রেমে পড়েই ক্ষান্ত হননি। ডোয়েন জানালেন, বেওয়াচ এ ভিলেনের জন্য প্রিয়াঙ্কা একেবারে পারফেক্ট। প্রিয়াঙ্কা আমারই এজেন্টের মাধ্যমে আমাদের এজেন্সিতে সই করেছিল। সেই প্রথম দিন থেকেই আমাদের মধ্যে একটা আলাদা যোগাযোগ তৈরি হয়ে যায়। প্রথম দেখাতেই শুধু যে ওঁকে ভালোবেসেছি তাই নয়, তখনই বুঝতে পেরেছিলাম বেওয়াচের জন্য সেরা ভিলেন প্রিয়াঙ্কাই হতে পারবে, জানালেন এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকমিকপ্ত অভিনেতা ডোয়েন।
প্রিয়াঙ্কার সঙ্গে বেওয়াচ এ কাজ করার অভিজ্ঞাতাও শেয়ার করলেন ডোয়েন। জানান, একজন ভিলেনের মধ্যে অভিনয়ের যে ধরনের গভীরতা থাকা উচিত, প্রিয়াঙ্কার মধ্যে তার সবটাই রয়েছে। অভিনয়ের প্রতিটি খুঁটিনাটি দিকও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয়াঙ্কা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন