প্রিয়াঙ্কার হাঁটুর ওপর পোশাকে আপত্তি ছিল না মোদির!

বার্লিনে বেওয়াচের প্রমোশনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় প্রিয়াঙ্কা চোপড়ার। আর সেখানেই প্রমোশনের আগে মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পিগি। মোদির সঙ্গে প্রিয়াঙ্কার ওই সাক্ষাতের ছবি প্রকাশ্যে উঠে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়।
মোদির সামনে কেন হাঁটুর ওপর পোশাক পরে বসে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। যদিও, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন, বেওয়াচের প্রমোশনের আগে মোদির সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা। আর তাই সময় পাননি পিগি। আর সেই কারণেই মোদির সঙ্গে দেখা করতে পোশাক আর পাল্টানোর সময় পাননি প্রাক্তন বিশ্ব সুন্দরি।
ডিএনএ-র খবর অনুযায়ী, বার্লিনে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বেশি সময় পাননি প্রিয়াঙ্কা। আর তাই শাড়ি পরার সুযোগ পাননি পিগি। আর ওই সময় মোদির প্রটোকল অফিসার স্পষ্ট জানিয়ে দেন, সারি হোক বা অন্য কোনও পোশাক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কোনও অসুবিধা নেই। প্রিয়াঙ্কার ওই পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর কোনও সমস্যা নেই, তা জানার পরই মোদির সঙ্গে ওই সময় সৌজন্য সাক্ষাত করেন পিগি। অর্থাৎ মোদির প্রিয়াঙ্কার পোশাক নিয়ে আপত্তি ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন