প্রিয়াঙ্কার হাঁটুর ওপর পোশাকে আপত্তি ছিল না মোদির!

বার্লিনে বেওয়াচের প্রমোশনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় প্রিয়াঙ্কা চোপড়ার। আর সেখানেই প্রমোশনের আগে মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পিগি। মোদির সঙ্গে প্রিয়াঙ্কার ওই সাক্ষাতের ছবি প্রকাশ্যে উঠে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়।
মোদির সামনে কেন হাঁটুর ওপর পোশাক পরে বসে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। যদিও, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন, বেওয়াচের প্রমোশনের আগে মোদির সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা। আর তাই সময় পাননি পিগি। আর সেই কারণেই মোদির সঙ্গে দেখা করতে পোশাক আর পাল্টানোর সময় পাননি প্রাক্তন বিশ্ব সুন্দরি।
ডিএনএ-র খবর অনুযায়ী, বার্লিনে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বেশি সময় পাননি প্রিয়াঙ্কা। আর তাই শাড়ি পরার সুযোগ পাননি পিগি। আর ওই সময় মোদির প্রটোকল অফিসার স্পষ্ট জানিয়ে দেন, সারি হোক বা অন্য কোনও পোশাক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কোনও অসুবিধা নেই। প্রিয়াঙ্কার ওই পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর কোনও সমস্যা নেই, তা জানার পরই মোদির সঙ্গে ওই সময় সৌজন্য সাক্ষাত করেন পিগি। অর্থাৎ মোদির প্রিয়াঙ্কার পোশাক নিয়ে আপত্তি ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন