প্রিয়াঙ্কা সম্পর্কে যা বললেন দীপিকা

দু’জনেই বলিউডের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন হলিউডে। দীপিকা পাড়ুকোনের হলিউড ছবি মুক্তি পাবে জানুয়ারিতে, প্রিয়াঙ্কা চোপড়া ইতিমধ্যেই মার্কিন টেলিভিশন জগতে পরিচিত মুখ। একসঙ্গে ‘বাজিরাও মস্তানি’ করেছেন, নানা অ্যাওয়ার্ড শো ও পার্টিতেও তাঁদের দিব্যি হাসিমুখে, একসঙ্গে দেখা যায়। কিন্তু কথা হল, তাঁদের এই বন্ধুত্ব আর কত দিন টিকবে? সম্পর্ক তো ইতিমধ্যেই মেঘলা হয়েছে বলে মনে হচ্ছে।
আর এই জল্পনার মূলে রয়েছে প্রিয়াঙ্কা সম্পর্কে দীপিকার একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য। অল্পদিন আগে এক আন্তর্জাতিক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা প্রিয়াঙ্কা সম্পর্কে বলেছেন, যখন প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড হন, তখন স্কুলে পড়তেন তিনি। অর্থাৎ… বুঝছেন তো ব্যাপারটা?
বলিউডের খবর বলছে, ইন্দো-চিনা বলিউড ছবি ‘লাভ ইন বেজিং’ ছবিতে কাজ করতে উৎসাহী দীপিকা প্রিয়াঙ্কা দু’জনেই। তাই ভালমানুষির দরকার আর বিশেষ রয়েছে বলে মনে হচ্ছে না।
অবশ্য ওই মন্তব্যের পরেই দীপিকা সামলে নিয়ে বলেন, তিনি অনেক বছর ধরে প্রিয়াঙ্কাকে চেনেন, তাঁদের মধ্যে কিছুই বদলায়নি। তাঁর কথায়, প্রিয়াঙ্কার ক্যারিয়ারের প্রায়োরিটি তাঁর থেকে পুরো আলাদা। তিনি মনে করেন, সেটা বুঝে তাকে মর্যাদা দেওয়া উচিত।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন