‘প্রিয়ারে’ ছবিতে শাকিবের নায়িকা কে?

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র ‘প্রিয়ারে’। ছবিটি পরিচালনা করছেন শামিম আহম্মেদ রনি। ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল সংবাদ পাঠিকা শবনম বুবলীর। শোনা যাচ্ছে ছবিতে নায়িকা হিসেবে কাজ নাও করতে পারেন বুবলী। তা হলে ‘প্রিয়ারে’ ছবিতে শাকিবের নায়িকা কে হচ্ছেন? এ বিষয়ে এনটিভি অনলাইনের সাথে কথা বলেন শাকিব খান।
শাকিব বলেন, ‘আমরা ‘প্রিয়ারে’ ছবির জন্য শবনম বুবলীকে সিলেক্ট করেছিলাম, তার পরিবার প্রথমে চলচ্চিত্রে কাজের বিষয়ে রাজি ছিলেন না। পরে আমাদের ছবির গল্প ও পরিবেশ দেখে ছবিতে কাজ করার বিষয়ে রাজি হন। তারপর হঠাৎ করেই তাকে ‘বসগিরি’ ছবিতে যুক্ত করা হয়। তার কিছুদিন পর ‘শুটার’ ছবিতে যুক্ত হন তিনি। গত ঈদে দুটি ছবিই মুক্তি পেয়েছে এবং সুপারহিট ব্যবসা করেছে। রাতারাতি তারকাখ্যাতি পান বুবলী। এরই মধ্যে অনেক পরিচালক আমাদের নিয়ে ছবি নির্মাণের ইচ্ছে প্রকাশ করেছেন। ‘মা’ ছবিতে আমরা জুটিবদ্ধ হয়ে কাজ করছি। আরো কয়েকটা ছবিতে কাজ করার কথা রয়েছে।’
‘প্রিয়ারে’ ছবিতে বুবলীর কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমরা এই ছবির জন্য বুবলীকে সিলেক্ট করেছিলাম কারণ এই ছবির গল্পটাই আসলে নতুন নায়িকা ডিমান্ড করে। যখন বুবলীকে সিলেক্ট করা হয়েছিল, তখন তার কোনো ছবি মুক্তি পায়নি। তবে আমাদের ইচ্ছে ‘প্রিয়ারে’ ছবিতে নতুন নায়িকা নিয়ে শুরু করব। সেক্ষেত্রে নায়িকা হিসেবে বুবলী নাও থাকতে পারে।’
বুবলীর পরিবর্তে নতুন নায়িকার খোঁজ কি পেয়েছেন? জানতে চাইলে শাকিব বলেন, “আমি আপাতত নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি করছি না। যে কারণে আপাতত ‘প্রিয়ারে’ ছবিটি হচ্ছে না। যখন হবে তখন বিষয়টা নিয়ে চিন্তা করা হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন