‘প্রিয় শটে’ই থামলো সাকিবের ঐতিহাসিক যাত্রা

যে শট যে ব্যাটসম্যান ভালো খেলেন, তাতেই বেশি আউট হন। ক্রিকেটের এই চিরায়ত প্রবাদকে সাকিব আরেকবার সত্য প্রমাণ করলেন। হরহামেশা যে স্কয়ারকাট ভালো খেলেন, তাতেই আজ ডাবল সেঞ্চুরি করার পর সাজঘরে ফেরেন।
ওয়েঙ্গারের বলে ২১৭ রানে যাত্রা শেষ হলেও সাকিব লিখে গেছেন ইতিহাস। বাংলাদেশিদের মধ্যে টেস্টে তিনি এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক। আগে সর্বোচ্চ রান ছিল তামিম ইকবালের।
সাকিব এদিন শুধু চার মেরেই শতাধিক রান করেন। ডাবল সেঞ্চুরিতে পৌঁছান ২৫৩ বলে। স্ট্রাইকরেট ৮০’র বেশি!
দ্বিশতক করার আগে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রান করেন। এই টেস্টে আগে ৩ হাজার ছুঁতে প্রয়োজন ছিল ৭১ রান। আগের দিন ৪ রানে জীবন পেয়েছিলেন সাকিব। দ্বিতীয় দিন দারুণ ব্যাট করে এগিয়ে নিলেন দলকে। নিজেও স্পর্শ করলেন মাইলফলক। আজও অবশ্য একাধিকবার জীবন পেয়েছেন।
বাংলাদেশের হয়ে ৩ হাজার রান সবার আগে করেছিলেন হাবিবুল বাশার। ৫০ টেস্টে ৯৯ ইনিংসে ৩ হাজার ২৬ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন সাবেক অধিনায়ক।
হাবিবুলকে পরে ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল। চলতি টেস্টের প্রথম ইনিংস শেষে ৪৫ টেস্টের ৮৫ ইনিংসে তামিমের রান ৩ হাজার ৪০৫।
৩ হাজার রানের পাশাপাশি টেস্টে ১৫৯ উইকেটও আছে সাকিবের। দেড়শ উইকেটের পাশাপাশি ৩ হাজার রান সাকিবের আগে করেছেন ১৩ জন। উপমহাদেশের মাত্র চারজন পেরেছেন আগে- কপিল দেব, ইমরান খান, রবি শাস্ত্রী ও চামিন্দা ভাস।
বাংলাদেশিদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি তামিমের ৮টি, আশরাফুলের আছে ছয়টি, মুমিনুলের চারটি, মুশফিকেরও চারটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন