সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রিয় হাথুরু, আপনাকে ভুল প্রমাণ করেছে ছেলেরা

চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কার্যকর কোচ বলা যায় তাকে। আমাদের ক্রিকেটের আজকের এই অবস্থানে আসার পথে গর্ডন গ্রীনিজ, ডেভ হোয়াটমোর কিংবা আজকের হাথুরুসিংহে, সবার অবদান আছে। তবে হাথুরুর সময়েই সবচেয়ে ভালো করেছে দল।

এও ঠিক যে আজকের এই যে ভালো করা, তার জন্য একটি ভিত্তির দরকার ছিল। হাথুরুর আগে গর্ডন ও ডেভসহ অন্যরা করেছেন সে কাজ। তবে আজকের এই লেখা বাংলাদেশের বোলারদের নিয়ে হাথুরুসিংহের করা ভবিষ্যত বাণী নিয়ে। হাথুরু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বলেন, বাংলাদেশি বোলারদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য নেই।

হাথুরু একজন অভিজ্ঞ কোচ এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ দলে বর্তমানে যারা খেলেন তাদের সামথ্য সম্পর্কেও তার ধারণা আছে নিশ্চয়। এই ধারণা শতভাগ ঠিক না হলেও, আশিভাগ সত্য হবে বলে ধরে নিলাম। কারণ ধারণা আছে বলেই তিনি খেলোয়াড়দের থেকে সেরা খেলাটা বের করতে পারছেন। আর এতে করে আমাদের ক্রিকেটেও সাফল্য আসছে ধারাবাহিকভাবে। তবে কখনো কখনো যে, তিনিও ভুল ভাবেন তার নজির দেখলাম চট্টগ্রাম টেস্টে।

আসলে হাথুরুর কোনো দোষ নেই এখানে। আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগই তো পান না। তাহলে কীভাবে নিজেদের প্রমাণ করবেন। যে সময়ে আইসিসির টেস্ট প্লেয়িং দেশগুলো একটার পর একটা টেস্ট খেলে, সে সময় বাংলাদেশ হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পায়। এই যে এবারের খেলা হচ্ছে, তা কিন্তু সাড়ে ১৪ মাস পর। ১৪ মাস আগে খেলেছিল তারা। এত লম্বা বিরতি বোধহয় আর কোনো টেস্ট প্লেয়িং দেশের সূচিতে নেই! ক্রিকেটে তিন মোড়লের কথা কে না জানে। তাদের কথা নতুন করে আর বলার কিছু নেই। আমাদেরকে বেশি ভয় পায় বোধহয় তারা। কারণ অন্যদের চেয়ে আমাদের কাছে নাকানিচুবানি খাওয়ার সম্ভাবনা যে বেশি।

চট্টগ্রাম টেস্টে ১৯ উইকেট নিয়েছে বাংলাদেশের বোলাররা। একটি রানআউট না হলে সেটিও যে বোলাররা নিতে পারতো, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইংল্যান্ড দুই ইনিংসেই অলআউট হয়েছে। তাও তিন শ রানের নিচে। তাই বলা যায় রানআউট না হলেও উইকেটটি নেওয়ার সামর্থ্য রাখে বাংলাদেশের বোলাররা।

প্রিয় হাথুরু, আপনার কথাকে ছেলেরা ভুল প্রমাণ করেছে। হয়তো আপনার কথায় তারা তেতে ছিল। তাই মাঠে নিজেদেরকে প্রমাণ করে দিল। দেখাল তাদেরও সক্ষমতা আছে ২০ উইকেট নেওয়ার। টেস্ট প্লেয়িং অন্য দেশের মতো তারাও বলেকয়ে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখত। কিন্তু দুর্ভাগ্য আমাদের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির বলি। আমাদের যথেষ্ট সুযোগ দিলে তখন হয়তো ২০ উইকেট নেওয়ার বিষয়টি নিয়ে কথাই বলতে হতো না। অহরহ ঘটত ২০ উইকেট নেওয়ার ঘটনা।

পরিশেষে একটা কথাই বলব, হাথুরু আপনি আমাদের ছেলেদের প্রতিভা সম্পর্কে জানেন। কিন্তু এভাবে খেলার আগের দিন না বললেও পারেন। কারণ গুরু যখন শিষ্যদের সম্পর্কে নেগেটিভ কিছু বলে তখন শিষ্যরা হতাশ হতে পারে। আত্মবিশ্বাস হারাতে পারে। ভাগ্য ভালো যে আমাদের ছেলেরা আপনার কথায় হতাশ না হয়ে পজিটিভলি নিয়েছে। আমি বলব তারা আপনার কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তারপর ২০ উইকেট নিয়ে নিজেদের প্রমাণ করেছে এবং জানিয়ে দিয়েছে নিজেদের সামর্থ্য কতটুকু।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি