প্রেমিকাদের ভোলেননি প্রেমিক সালমান!
প্রেমিক সালমানের কথা বলতে গেলে তাঁর নায়িকাদের কথা অবশ্যই উঠবে৷ আর এ তালিকায় একেবারে প্রথমেই থাকবে ভাগ্যশ্রীর নাম৷ ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে তাঁদের অনবদ্য কেমিষ্ট্রির কথা কেইবা ভুলেছে৷ সালমান খান ‘পার্টনার’ থেকে ‘বজরঙ্গি ভাইজান’ হয়ে আবার তিনি ‘প্রেম’ হয়ে ধরা দেবেন পর্দায়৷ অ্যাকশন ছেড়ে প্রেমিক সলমনকে খুঁজে পাবে তাঁর ফ্যানরা৷ আর এই নয়াজার্নিতে নিজের নায়িকাদের কথা ভোলেননি তিনি৷ আর তাই ভাগ্যশ্রী ও মাধুরী দীক্ষিতের জন্য পরের ছবি ‘প্রেমরতন ধন পায়ো’র স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন সালমান৷
মাধুরী যখন ‘নিশা’ হয়ে ‘হাম আপকে হ্যায় কউন’ ছবিতে ধরা দিয়েছিলেন, তখন সালমানের সঙ্গে তাঁর রসায়ন তো বলিউডের প্রেমের ছবির ইতিহাসে একরকমের রূপকথা৷ এই দুই নায়িকাকেই নিজের নতুন ‘প্রেম অবতার’ দেখাতে টান সালমান৷ আর তাই ছবিমুক্তির আগে তাঁদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছেন৷
তবে অনস্ক্রিন প্রেমিক সলমনের সঙ্গে উঠে আসবে ঐশ্বর্য রাই বচ্চনের নামও৷ ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে তাঁদের জোড়ির কথাও ভোলেননি সিনেপ্রেমীরা৷ কিন্তু নিজের জীবনের এককালের প্রেমিকাকে কি ভুলে গিয়েছেন সলমন? তাঁর জন্য স্পেশাল স্ক্রিনিংয়ে অবশ্য কোনও জায়গা রাখেননি বলিপাড়ার ‘ভাইজান’৷
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন