প্রেমিকের আবদারে সিগারেট ছাড়লেন প্রসূন
দিন পনের আগের ঘটনাটা। রাখঢাক না করে ফেসবুক বন্ধু ও ভক্তদের জানিয়ে দিলেন, ‘আই অ্যাম ইন এ রিলেশনশীপ!’ প্রসূন এখন আর একা নন। এখন তার দুকলা জীবন। তবে তখনো ধোঁয়াশায় ঢাকা ছিল বিষয়টা। মিডিয়া পাড়ায় কানঘুষা চলছিল, ‘কে সেই প্রেমিক পুরুষ?’ অনেক চেষ্টাও প্রশ্নটার উত্তর মিলছিল না। কারণ প্রসূন তখন অস্ট্রেলিয়ায়।
ফিরেছেন গত পরশু। এইবার আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন না। গড়গড় করে বলেদিলেন সব। ছেলেটির নাম মুহাইমিন সানি। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি। ময়মনসিংহ জিলা স্কুলে পড়াশোনা করেছেন। এখন সিডনিতে থাকেন। পড়েন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। মূলত ‘মৃত্যুপুরী’র শুটিংয়ে গিয়েই তাদের প্রেমটা জমে ওঠে।
তাকে ভালো লাগার কারণটাও জানালেন প্রসূন, ‘ও আর্ট ভালোবাসে। আমার কাজকে সম্মান করে। তার সঙ্গে কথা বলে মনে হলো, দু’জন একসঙ্গে পুরোটা জীবন কাটিয়ে দিতে পারবো। আর সে নিজেও গান করে, অভিনয় করে। তার এই গুণের কথা আগে জানতাম না, অনেক পরে জেনেছি।’
নতুন পথে পথচলার শুরুর পর দু’জন নিজেদের গুছিয়ে নিচ্ছেন। মন্দকে পেছনে ফেলে ভালোকে সঙ্গী করে ছুটে চলেছেন। তাই প্রেমিকের আবদারে ইতিমধ্যে প্রসূন নাকি সিগারেটও ছেড়েছেন! ফেসবুকে জানিয়েছেন, ‘কখনো ভাবিনি একটা মানুষ আমাকে এত সভ্য করে ফেলবে। আমি আমাকে নিয়ে সচেতন ছিলাম না কখনোই। তার খুশি, আমার খুশি।’ ফেসবুকের লাইভ ইভেন্টে লিখেছেন, ‘কুইট স্মোকিং’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন